কেউ রোজা রাখে শখ করে, কেউ রোজা রাখে বাধ্য হয়ে। আমার মনে হয় আমরা ইচ্ছা করেই সমাজে গরিব মানুষ সৃষ্টি করে রেখেছি নিজেদের বড়লোক প্রমান করার জন্য। কেউ এসে ভিক্ষা চাইলে অবচেতন মনে আমরা নিজেদের সম্পদ নিয়ে গর্ব বোধ করি। হাজি সমাজের অনেকেই ঈদ প্রমোদ ভ্রমনে বিদেশ যান। ইফতার পার্টির নামে ৪০০ টাকা কেজির জিলাপি খান, আর ভিক্ষা দেন ভাঙ্গা পিয়াজু। এইসব মানুষরা আবার আমাকে উপদেশ দেন রোজা রাখার। গরিবের ক্ষুধা বোঝার জন্য মনই যথেষ্ট, ৩০ দিন উপাস থাকার দরকার নাই। রোজা রেখে যদি গরিবের কষ্ট বোঝা যেত তবে এতদিনে মুসলিম বিশ্ব গরিব বলে কিছু থাকত না। সময় হয়েছে ধর্মীয় মুখস্হ বিদ্যার বদলে
নিজের বিবেটাকে কাজে লাগানোর। উদাহরন: 'মিথ্যা বলা পাপ", 'চুরি করা অন্যায়'--- ইত্যাদি যদি ধর্ম-পুস্তক পাঠ করে শিখতে হয় তবে বুঝতে হবে আপনি মানসিক প্রতিবন্ধি। তাই আমার বিবেক বলে অসহায় কে সাহায্য কর, বিবেক জাগ্রত কর, এর জন্য নিজের আত্মা কে কষ্ট দিয়ে ৮ ঘন্টা না খেয়ে থাকার কোন দরকার নাই। আর তাছাড়া ৮ ঘন্টা না খেয়ে থেকে শরীর দুর্বল করার অস্বাস্হ্যকর । ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




