আমরা অনেকেই পিসিতে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করি। যেমন, অনেকেই উবুন্টু এবং উইন্ডোজ ব্যবহার করে। তো উইন্ডোজ সেটআপ দিলে উবুন্টু স্টার্টআপে দেখায় না। আসলে উবুন্টু ইনস্টলড অবস্থায়ই থাকে কিন্তু গ্রাব লোড হয় না। এক্ষেত্রে উবুন্টু লাইভ সিডি দিয়ে গ্রাব লোড করে নিতে পারেন। পদ্ধতি নিম্নরূপ -
১। উবুন্টু সিডি লাইভ মোডে চালু করুন।
২। টার্মিনাল ওপেন করুন।
৩। এই কমান্ড দিন -
sudo grub
৪। এখন গ্রাব আসার পর এই কমান্ড দিন -
find /boot/grub/stage1
৫। এই কমান্ড দেবার পর যে আউটপুট আসবে তা পরবর্তি কমান্ডে ব্যবহার করুন -
root (hd?,?)
৬। এরপর -
setup (hd?)
৭। এখন গ্রাব থেকে বেরিয়ে আসুন -
quit
পিসি রিস্টার্ট দিয়ে দেখুন উবুন্টু চলে এসেছে।
বি লিনাক্সড।