সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপের সেমি ফাইনালে খেলার আশা জিইয়ে খাকলো বাংলাদেশের। পাকিস্তান-নেপালের খেলা ১-১ গোলে অমিমাংসিত খাকায় এ সুযোগ রইল বাংলাদেশের। এবার মালদ্বীপকে হারাতে পারলেই বাংলাদেশ সরাসরি চলে যাবে শেষ চারে।বি' গ্রুপ থেকে নেপাল ইতোমধ্যে ৫পয়েন্ট নিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার আজকের খেলায় যে দল জয় লাভ করবে তারা সেমিতে যাবে।আর যদি ড্র হয়, তাহলে পাকিস্তান ও মালদ্বীপের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে খাকা দলটি যাবে এবং বালাদেশ বাদ পড়বে।বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
বি' গ্রুপের পয়েন্ট তালিকা
দল-----------ম্যাচ-------জয়------পরাজয়------ড্র-----পয়েন্ট--গোল
নেপাল---------৩--------১---------০-----------২-------৫---৩/২
পাকিস্তান-------৩--------০---------০-----------৩------৩---১/১
মালদ্বীপ---------২--------০---------০-----------২-------২---১/১
বাংলাদেশ-------২---------০---------১-----------১-------১---০/১
১. ০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৩ ০