খাবারটার নামের মধ্যেই একটা পুরুষোচিত ভাব আছে, অবশ্য শুধু নামে নয় স্বাদেও! আমার কাছে ভীষণ পছন্দের একটা খাবার হলো শামি কাবাব। আমি এখানে বীফ দিয়ে তৈরী করেছি, কিন্তু অনেকেই হয়তো বিবিধ কারণে বীফ পছন্দ করেন না বা খান না, তারা ইচ্ছে করলে বীফ এর পরিবর্তে মাটন দিয়েও তৈরী করে নিতে পারেন সুস্বাদু শামি কাবাব। তাহলে কথা না বাড়িয়ে তৈরী করে ফেলি এখুনি।
উপাদানঃ
০১. বীফ (কিমা) - ৫০০গ্রাম
০২. বুটের ডাল (বাটা)- ২টেঃ চাঃ
০৩. পেঁয়াজ (ফালি করে কাটা) - ১টি বড়
০৪. গরম মশলা গুঁড়ো - ১চা চাঃ
০৫. এলাচ (সবুজ) - ২টি
০৬. দারচিনি ২ইঞ্চি স্টিক - ১টি
০৭. লবঙ্গ - ৩টি
০৮. রসুন (ফালি করে কাটা) - ১টেঃ চাঃ
০৯. আদা (ফালি করে কাটা) - ১টেঃ চাঃ
১০. গুল মরিচ - ৫/৬টি
১১. গুঁড়ো মরিচ - ১চা চাঃ
১২. জৈত্রী গুঁড়ো - আধা চা চাঃ
১৩. ডিম (ফাটানো) - ১টি
১৪. ধনিয়া গুঁড়ো আধা চা চাঃ
১৫. লেবুর রস - ১ চা চাঃ
১৬. ধনে পাতা - কয়েকটি
১৭. মিন্ট পাতা - কয়েকটি
১৮. ঘি - প্রয়োজন মতো (শ্যালো ফ্রাইয়ের জন্য)
১৯. লবণ - পরিমান মতো
এবার তবে দয়া করে প্রস্তুত প্রণালী জানতে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন রেসিপির আপডেট পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
এই সন্ধ্যায় শামি কাবাব খাবেন? খেতে চাইলে আসুন, নিজ হাতে রাঁধুন...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর


আলোচিত ব্লগ
রক্তজবা ও গোলাপ
ভালোবাসার রূপান্তর
তোমার শহরে তুমি বসে আছো,
রক্তজবা হাতে…
আমার শহরে আমি,
একটি গোলাপের বাগান গড়ি—
লাল রঙে রাঙা, নিঃশব্দে ফুলে ভরে।
তুমি একদিন বলেছিলে,
রক্তজবা মানেই চিরন্তন ভালোবাসা,
তোমার অভিমানে লুকোনো ছিল রাগের আগুন,
তবু তার গভীরে ছিল... ...বাকিটুকু পড়ুন
ইহাকেই বলে আগবাড়িয়ে মাড়া খাওয়া
শিক্ষিত জঙ্গি মোদী ভোটের মৌসুম শুরু হওয়ার আগেই হাসিনার মতো জঙ্গি নাটক সাজায়; দুজনের পার্থক্য হলো হাসিনা নিজদেশের জনগন হত্যা করে নিজদেশের জনগনকেই দোষ দেয় অপর দিকে মোদী নিজদেশের... ...বাকিটুকু পড়ুন
সার্জিস কয়েক মাস আগে বলসিলো প্রায় ৭ কিমি পদ্মা রেল সড়ক সেতু বানানো খরচ মাত্র ১০ হাজার কোটি টকা হওয়ার কথা।
সার্জিস কয়েক মাস আগে বলসিলো প্রায় ৭ কিমি পদ্মা রেল সড়ক সেতু বানানো খরচ মাত্র ১০ হাজার কোটি টকা হওয়ার কথা। ১৫-২০ হাজার কোটি নাকি চুরি হইসে।
তাহলে আজকে সার্জিস... ...বাকিটুকু পড়ুন
গণহত্যাকারী দল জামাত শিবিরকে নিষিদ্ধ করা হোক!
জামাত শিবির সুযোগ পেলে আবারও প্রকাশ্যে বাঙালী গণহত্যায় যুক্ত হবে, আওয়ামিলীগের পূনর্বহালের কথা ভাবতে গেলেই এই বিশ্বাসটা দৃঢ় হয়। এই হিসেব মিলাইতে গেলে আপনার রকেট সাইন্স... ...বাকিটুকু পড়ুন
মাসুদ(শাহবাজ ) তোমরা কি আর ভালো হবা না ?
বাংলাদেশপন্থীরা ভারত ও পাকিস্তানপন্থীদের হাউকাউতে অতিষ্ঠ। ভারত ও ভাদা রা মনে করে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিলো। ভারত বাংলাদেশ কে স্বাধীনতা এনে দিয়েছে। গুগলে সার্চ করলেও এমন কিছুর... ...বাকিটুকু পড়ুন