মেজাজ টাই বিগড়াইয়া গেলো। সারাদিন বউ বাচ্চা নিয়া ব্যস্ততা। অনেক কষ্ট করে টিভিটা অন করে এ্যাড দেখতে লাগলাম। সুন্দর সুন্দর এ্যাড, মডেল দের নাচ, শরীর, চকোলেট। এক নিমিষে সব সাদা, কষ্ট ছাড়াই বাথরুম পরিষ্কার, বাজার করার কিংবার রান্নার গুন ছাড়াই সয়াবিন আর লবন দিয়া রান্না সুস্বাদু। টিন দিয়া করা বাড়ি ৩ প্রজন্মের ব্যবহার, সুন্দর চেহারার মেয়ে লাগেনা-গয়নাতে বিশ্বসুন্দরী, লাভলী ঘষলে ৭ দিনেই সাদা ১৪দিন ২১দিন, ২৮দিন এভাবে ঘষতে থাকলে কি হবে চিন্তায় অস্থির। ব্রাশ করলে ডিসুম আওয়াজ, টাকার গাছ লাগানো, সুন্দর সুন্দর বাড়ি, ফ্ল্যাট, বস খাইলে দুনিয়া হাতের মুঠোয়, নিডো খাওয়াইলে বাচ্চা ১ মাসে ৩ ইন্ছি লম্বা-ভাবতেছি ১০বছর খাওয়ামু, ফোনে কথা কইলে সবাই কাছে থাকে, কনডমে পুরা তৃপ্তি, ভায়াগ্রা হুদাই।
এ্যাড দেখলে মনটাই ভালো হয়ে যায়। মনে হয় সব এতো সহজ। জীবন কানায় কানায় পুর্ন।
শালার এরই মধ্যে কিযে যন্ত্রনা, হঠাৎ করে নাটক শুরু হইলো। মেজাজটা ধরে রাখতে পারলামনা। তাই উঠে এসে ব্লগ লিখতে বসলাম। আবার এ্যাড দেখতে বসবো।