হাতে ৫০০ টাকা পেয়ে অমনি গুলিস্তান ছুটলাম। ৬ খানা বাংলা মুভির এইচ ডি ( অরিজিনাল ) ডিভিডি কিনে আনলাম। ওখানে গেলে যেকোনো বাংলা মুভি প্রেমিদের মাথা আউট হয়ে যাবে। প্রত্যেকটা কম্পানি মাথা নষ্ট সব সমগ্র করেছে। বিশেষ করে নিউ ঈগল ভিডিও প্রচুর সেইরকম সব ছবির অসাধারন প্রিন্ট নিয়ে সিলভার ডিস্কে এসব মুভি বাজারে এনেছে। এটা একরকমের হুজুগ। কদিন পর ব্যবসা লাটে উঠবে আমি একরকমের শিওর। তখন আর এইসব মুভি পাওয়া যাবেনা। তাই সংগ্রহ করার এখনই সময়। আমি শুরু করে দিয়েছি। যেসব ছবি এনেছি তার বিস্তারিত নিচে দিলামঃ
কাজী হায়াৎ ও মান্না জুটি কালেকশন ( নিউ ঈগল ভিডিও )
১) দাঙ্গা
২) বর্তমান
৩) ত্রাস
৪) তেজী
৫) দেশদ্রোহী
৬) সিপাহী
এইটা হয়েছে সবথেকে সুপার কালেকশন। অসাধারন সব মুভি অসাধারন যাদের প্রিন্ট। টিভি চ্যানেলগুলো যেরকম দেখায় একদম সেরকম। এক্সট্রা লাভ বিজ্ঞাপন মুক্ত, কাটাকাটি নেই, সাউন্ড কোয়ালিটি হাই লেভেল এবং যখন ইচ্ছে তখন দেখতে পারবেন। আর কাজী হায়াৎ এর মুভি মানেই অন্যরকম কিছু। এবং সাথে আছে ওয়ান এন্ড অনলি মান্না।
ফোক কালেকশন- ভলিউম-১ ( নিউ ঈগল )
১) কাসেম মালার প্রেম
২) দুখিনী জোহরা ( এটা এইসময়ের ছবি)
৩) অরুন শান্তি ( এটাও এই সময়ের ছবি )
৪) সাগর কন্যা
৫) দ্বীপ কন্যা
৬) আয়নামতি
এটা দুইদিন আগেই কেনা। এটার মুভি যেরকমের রেয়ার সেইরকমের সুন্দর।
ফারুক রঙ্গীন মুভি কালেকশন- ভলিউম-১ ( নিউ ঈগল)
১) ঝিনুক মালা
২) সাহেব
৩) দুখিনী মা
৪) পদ্মা মেঘনা যমুনা
৫) ভুল বিচার
৬) দাঙ্গা ফ্যাসাদ
এই কালেকশন নিয়ে নতুন কিছু বলার নেই। এরকম আরও ২ টা ভলিউম আছে। সেগুলো আগামীতে ক্রয় করার ইচ্ছা রাখি।
বাংলা ওল্ড মুভি কালেকশন- ভলিউম-১ ( সিডি ভিশন)
১) আবার বনবাসে রুপবান
২) রাজকুমারী চন্দ্রবান
৩) নাগিন
৪) দর্পচূর্ণ
৫) সমাপ্তি
এইরকম ভইউম আরও একটা আছে। এবং আরও আসবে ওরা বলেছে। এইটা অন্যতম একটা সমগ্র বলতেই হয়। এই সমগ্রের প্রতিটি মুভি আলাদা আলাদা ধরনের। "নাগিন" হলো রাজ্জাক এবং সুচরিতা অভিনীত সব থেকে বিখ্যাত সাপের মুভি। "সমাপ্তী" নিয়ে আমার যাবতীয় আশা। তাছাড়া ইবনে মিজান আমার অতিশয় পছন্দের পরিচালক, তার "আবার বনবাসে রুপবান " না দেখা পর্যন্ত শান্তি হবেনা।
ইলিয়াস কাঞ্চন কালেকশন-ভলিউম-১ ( নিউ ঈগল)
১) প্রেম যমুনা
২) স্বজন
৩) সহযাত্রী
৪) সিপাহী ( এইটা কাজী হায়াৎ এর কালেকশনেও আছে)
৫) গোলাপী এখন ঢাকায়
৬) অভিযান
স্পেশালী "অভিযান" এর জন্য এটা আমাকে বেশী আকর্ষিত করেছে। কাজী হায়াৎ এর "সিপাহী" আজকেই দেখবো। এবং "সহযাত্রীর" উপরে অন্যরকম টান অনুভব করছি। আর "গোলাপী" সিরিজ নিয়ে কিছু নাই বললাম।
রোজিনা কালেকশন-ভলিউম-১ ( নিউ ঈগল )
১) রঙ্গীন রুপবান
২) রাজ সিংহাসন
৩) জারকা
৪) সতীপুত্র আবদুল্লাহ
৫) রতন মালা
৬) রাজা মিস্ত্রী
রোজিনা হলো আমার সোনালী যুগের সবথেকে প্রিয় নায়িকা। এই একতাই ভলিউম নিউ ঈগল বের করেছে। আগামী যতই করুন আমি সব কালেকট করবো। রোজিনার চলচিত্র বাদ দেবার প্রশ্নই ওঠেনা। সবার কথা জানিনা এই সমগ্রের সব কটা ছবি গোগ্রাসে গিলবো। আর " জারকা " এবং "রাজা মিস্ত্রী" সবথেকে আকর্ষনিয়।
শাবানা কালেকশন ( সিডি প্লাস)
১) গরীবের ওস্তাদ
২) মরনের পরে
৩) গরীবের সংসার
৪) বন্ধন
৫) বৌ রানী
শাবানা নামটাই যথেষ্ট। ওর ছবি ভালো হবেই। কিন্তু এটা কিনে মস্ত বড় বোকামি করেছি। একদম প্রথমে এটাই কিনেছি, একরকম কিছুই খেয়াল না করে। একটু পরে ঈগলের সরুমে গিয়ে পুরো বোকা সেজে গেছি। নিউ ঈগল শাবানার তিনটা ভলিউম বের করছে। এই ৫ টা তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন একটু কিরকম লাগলো। এটা কাউওকে গিফট দিয়ে দিতে হবে। পরে ঈগল থেকে তিনটেই নিতে হবে। ঈগল বাংলা দেশের প্রায় সকল সিনেমার সেলিব্রেটিদের নিয়ে কালেকশন করবে। যেরকম ওরা বললো।
আগামীতে যেগুলো কিনবো বলে ঠিক করে রেখেছিঃ ( শপথ করেছি, ঈগল ছাড়া অন্য কম্পানি ব্যক্তিগতভাবে বন্ধ করলাম, ঈগলের সাথে সিরিয়াল ধরেই এগোতে হবে )
১) নায়িকা জিনাত ( সাগর কন্যা) কালেকশন- ভলিউম-১ ( জিনাত আমার অন্যতম প্রিয় নায়িকা)
২) শাবান কালেকশন- ভলিউম- ১,২,৩
৩) আলমগীর কালেকশন- ভলিউম- ১,২,৩
৪) জসীম কালেকশন- ভলিউম ১,২,৩,৪
৫) রুবেল কালেকশন- ভলিউম ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯
৬) মান্না কালেকশন- ভলিউম ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩
৭) ববিতা কালেকশন- ভলিউম ১ ( একটাই আছে, রোজিনারও একটা মাত্র। আগামী আরও আসবে)
৮) কবরী কালেকশন- ভলিউম ১ ( সাদা-কালো ),ভলিউম-২ ( রঙ্গীন)
৯) আজিজুর রহমান কালেকশন ভলিউম - ১ ( একটা মাত্র পরিচালকের কালেকশন ঈগল করেছে )
১০) ওয়াসীম কালেকশন- ভলিউম ১
১১) অঞ্জু ঘোষ কালেকশন ভলিউম ১
১২) হেলাল খান কালেকশন- ভলিউম-১
১৩) রাজীব কালেকশন- ভলিউম ১,২
১৪) হুমায়ুন ফরিদী কালেকশন- ভলিউম-১
১৫) ফোক কালেকশন ভলিউম ২,৩,৪,৫,৬,৭
১৬) রাজ্জাক কালেকশন ভলিউম ১,২,৩
এগুলোতো কিনবোই এবং আমার আরও দরকার রোজিনা, শাবানা,জিনাত,তামান্না,অঞ্জনা,নাঈম-শাবনাজের চলচিত্রগুলো। ওমর সানীর কালেকশন আসবে সেই অপেক্ষায়। এবং সোহেল রানার মুভিগুলো খুব দরকার। এগুলো আগামী আসবে আমি একরকম শিওর।
এছাড়াও আরও অনেক কালেকশন আছে। যেরকম
১) চম্পা কালেকশন
২) নুতন কালেকশন
৩) শাপ কালেকশন
৪) মা কালেকশন
৫) বউ কালেকশন
এইরকম ক্লাসিক মুভি আরও অনেক আছে।
ঈগল ও ওইসব কম্পানিগুলো কত ভালো কিছু দিল। মাত্র ৫০ টাকা দিয়ে সিলভার ডিস্কের ৬ টা করে মুভি সত্যি অনেক সুলভ। ( প্রিন্টার গ্রারান্টি আমি নিজেই )। তারপরেও আমি ওদের উপর খুশী না। কিছু করার নেই, মার্কেটতো কারও বাবার না। সেখানে যে ইচ্ছে সে দোকান খুলে বসতে পারে। ঈগল,সিডি চয়েস,সিডি প্লাসের দোকানে ভিড় নেই বললেই চলে। অথচ যেইটেতে সবথেকে বেশী ভিড় সেটার নাম " লাভা ভিডিও "। ভিড় দেখে ঢুকে ছিলাম। হাতাহাতি করে, নেড়েচেড়ে ডিভিডি দেখে মাথা আউট হয়ে গেল। ( এগুলো কিনতে মন চায় )
ওদের কালেকশন সবথেকে বেশী। যেগুলো পাবলিক ডিমান্ড বেশী সেগুলোর নামই অন্যরকম। যেরকম
১) নিষিদ্ধ নারী কালেকশন
২) নষ্ট মেয়ে কালেকশন
৩) টই টুম্বুর ময়ুরী কালেকশন
৪) হট মুন মুন কালেকশন
৫) সেক্সি নায়িকা পলি কালেকশন
৬) আলেক কালেকশন
৭) মেহেদী কালেকশন
৮) ঝর্না কালেকশন
দুক্ষের বিষয় নায়িকা নদীর কোন কালেকশন পেলাম না । অশ্লীন যুগের আমার সবথেকে প্রিয় নায়ীকা নদী। একভাবে হলেও নদীর সব মুভি আমাকে জোগাড় করতেই হবে।
বাজারের অবস্থাঃ
সবথেকে বেশী খাচ্ছে পাবলিক ডিমান্ড দেখা যায় লাভা ভিডিওর মুভিগুলোর প্রতি।
এর পরে আছে শাকিব কালেকশন।
অনন্তর কালেকশনে মানুষ কম ঝুকছে। ( কালেকশনে অনন্তর নাম থাকলেও ছবি কিন্তু বর্ষার দেওয়া )।
অপু বিশ্বাসেরর কালেকশন একটা আসছে ( সিডি চয়েজ)। তার বাজার ভালো না।
এইদিকে সবথেকে বেশী নায়িকা কালেকশনে বিক্রয়ে এগিয়ে আছে শাহারা। ( সিডি চয়েজ ৪ টা ভলিউম বের করেছে। এটা একরকম রেকর্ড)।
সব থেকে বেশী ভালো পজিশনে আছে পিতা-পুত্র কালেকশন।
আমিন খানের কালেকশনের অবস্থাও ভালো।
মান্না -রুবেলের শেষের দিকের ছবিগুলো ঈগল করেনি, অন্য কম্পানি করেছে। সেগুলো বেশ খাচ্ছে।
কিন্তু এগুলো ছাড়িয়ে সবথেকে বেশী ব্যবসা করছে অন্য দুইটি বিশেষ বস্তু। বাজারে গড়ে ১০০ কপি করে নিয়মিত যাচ্ছে দুইটা স্পেশাল বস্তু।
অনুমান করুন কি হতে পারে ?
এই দুই বস্তুর নাম কি ?
হাহ হাহ হাহ।
মা- স্টার জলসা সিরিয়াল। ভলিউম মোট ৩০ টার মতো। ১-৫০-৫০-১০০ এইরকম করে ভলিউম। পাবলিক গোগ্রাসে গিলছে।
রাশি- জি বাংলার সিরিয়াল- এইটাও বাজার ফাটাচ্ছে।
এই ঘটনা লিখতে গিয়ে মেজাজ খারাপ হয়ে গেল। আর লেখার ইচ্ছে নেই।
@@@@@
আপনি যদি কিনতে চান বাংলা মুভি। সেই বিষয়ে বিস্তারিত জানতে আমাকে ইমেল করুন ।
dipgolpo@gmail.com
অথবা ফেসবুকে যোগাযোগ করুন
http://www.facebook.com/jubaead.dip
অথবা সরাসরি গুলিস্তান স্টেডিয়াম সুপার মার্কেটে চলে যান।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২০