একটু বিষ হবে...? অতিমাত্রায় দুঃখগুলো জ্বালিয়ে যাচ্ছে আমাকে। মস্তিষ্ক থেকে খসে পড়ছে ভেবে নেওয়া কবিতার তাজা শব্দগুলো। এখনো কোনো মিডিয়াও আসে নি,তার আগে একটু বিষ হবে...!
জানি বিষের গন্ধ তীব্র ঝাঝালো,নাক চেপে একবারেই খেয়ে ফেলবো,একটু বিষ হলে ভালো হতো আমার জন্য।
আগুনে ঘি ঢালার মতোই আমি বিষ ঢালবো নিজের মুখে,তারপর যতোসব নতুন পুরানো ছাই চাপা কষ্টগুলো এক নিমিষেই শেষ।
গতকয়েকটা বছর হলো মানুষের এই সমাজে বড্ড বেশি অসমাজিক ভাবে বেচে আছি।
কবি আমি নই,ছিলাম বলে কখনো মনেও হয় নি। সে,হ্যা সে এসেই প্রথম বলেছিলো আমি নাকি কবি। হুমায়ন স্যারের লেখা হিমু আর রবী ঠাকুরের লেখা অপু,তার কাছে কতোশত নাম আমার,কখনো বিরেন কখনো শায়ন দীপন ইত্যাদি।
এতো নাম এতো চরিত্র এতো এতো কিছুর মাঝখানে আমি এখন শুন্য। আমার না আছে কোনো আসল পরিচয় না আছে কোনো সম্পর্ক।
হ্যা সে,সে আসার আগে পড়ে ছিলাম একটাই খোলসে। যার জন্ম ১৯৯৪,জুলাইয়ের ৭। বাবা মা দিদির দেওয়া একটাই নামে পেয়েছিলাম দুরুন্ত কৈশরে জাতীয় পরিচয় পত্র। তারপরই তো সে এলো,আর
আজ কেমন জানি সবই ফিকে হয়ে গেছে।
একে একে
চায়ের দোকানের বাকি,সিগারেটের দোকানের বাকি আরো কতশত বাকির খাতায় আমার নাম। আর নামের শেষে লম্বা ফদের্র হিসাব। এভাবে আর কতো...! এবার তো শেষ চাই আমার।
ম্যানুয়ালি ভাবে আর আমাকে দিয়ে কিছুই হবে না,এবার সোজাসাপটা কথা,আমি বাল বা বোকাচোদা হতে চাই না,হতে চাই অপ্রেমিক,বড্ড বেশি অপ্রেমিক।
আচ্ছা,একটু বিষ হবে...!
ইদুর মরা বিষ হলে হবে না,আমার জীবন ইদুরের মতো নয়। কুকুর..! ঐ কুকুরের মতো আমি... সে বলেছে.. বিশ্বাস করো,সে বলেছে। হাজারটা নামের ভেতর এটাই সেরা নাম। তাই তো কুকুর মারা ঐ তরল বিষ চাই আমার।
রক্ত কনাগুলো বড্ড বেশি চঞ্চল এখন,ভেতরে অনেক কথা ঘুরপাক খাচ্ছে,বলতেও ইচ্ছা করছে অনেক কথা। কিন্তু সময়ের যে বড্ড অভাব আজ। মিডিয়া আসার আগে আমাকে মরতে হবে।
কি বললে..! আমি মৃত?
আমাকে তোমরা নিজ হাতে...........
হতে পারে না,আমার নিঃশ্বাস তো....
কি বললে..!
ওটা কে...!
একি..! এটাতো আমি। তাহলে এই আমিটা কে..!
কি বললে..! আমি মরে গেছি..!
না না,আগুন দিও না..
দাড়াও...
ঐ আমাকে ফেলে দাও অথবা পুতে দাও।
ফেলে দিলে বুনো শেয়ালে বা শকুনে ছিড়ে খাবে আমার সব,চোখ উপড়ে নিয়ে যাবে কাকেদের দল।
পুতে দিও,এটাই ভালো।
পচে যাবে,সার হবে তবে এখানেও আমায় খুবলে খাবে কেচো বা গুবরে পোকার দল।
তবে যাই হোক,যেখানেই পুতে দিবে তার উপর একটা ফুলের গাছ লাগাবে। ঐ আমিটা সেখানে ফুল ফোটাবো।
এই আমাকে একটু বিষ দিবে...!
আমিও মরতে চাই..................
একা থাকতে...........
বিধবার একা থাকা সাদা শাড়ির মতো এ বেচে থাকা,আমার কেমন যেন লাগছে।
কি...! কি আসছে...! মিডিয়া...!
আমার জন্য বিষ রেখো,আমি আড়ালে যাচ্ছি।
ঐ আমিটার মৃত্যু জানতে চাইলে বলবে,
হাজারটা কথার চাপে মরে গেছে,দেখিয়ে দিবে কবিতার খাতা গুলো,দেখিয়ে দিবে ফেসবুক আর ব্যাগ ভতির্ করে রাখা অসমাপ্ত সব নাটকের সংলাপ গুলো।
তারপর দেখাবে,প্রেমিকার শেষ চিঠি।
একটাই কথা,Suicide...............................
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১