সিলিং এর সাথে ঝুলেছিলে তুমি,গলায় একটা লাল শাড়ি প্যাচানো,অপলক একটা চাহনীতে তুমি তাকিয়ে ছিলে আমারই দিকে,তোমাকে নিচে নামানোর পরেও তুমি তাকিয়েই ছিলে আমার দিকে।
জানি না,এই আবেগে জড়ানো মানুষটার দিকে কি দেখেছিলে ওমন ভাবে।
চিতার উপরে যখন তুমি উঠলে তখন তোমাকে শেষবার ছুয়ে দেখাটা হয়তো অন্যায়ই ছিলো আমার কাছে।
কিন্তু কি করবো বলো...! এ ছাড়া তো আর অন্য কোনো উপায় পাই নি আমি....।।
তারপর বাড়ি ফেরা,চিরচেনা বাইপাস,মনিহার মোড়,দড়াটানা,মুড়ুলি সব কেমন যেন একা একা হয়ে গেছে,স্বাথর্পরের মতো আমাকে একাই ফিরিয়ে দিলো। তবুও চোখ থেকে তখনও একফোটা জল ঝরে নি।
বাসের জানালার পাশে বসে ছিলাম,বাতাসের ঝাপটায় চুল গুলো এলোমেলো হলেও তখন সেটাই ভালো লাগছিলো। মনে হচ্ছিলো তুমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছো।
ব্রেক চাপায় ঝুকে পড়লাম,হুশ ফিরলো,পৌছে গেছি.... বাস থেকে নেমে বাড়িতে,তখনও চুপ। ঘরে ঢুকে তোমার থেকে পাওয়া কয়েকটা স্মৃতি হাতে তুলে আবারও বের হলাম আমি।
আবার সেই গন্তব্য, আমার ভেবে রাখা এক অপমৃত্যু।
একটা ট্রেন লাইন,তুমি আমায় ডাকছো,আমি এগিয়ে যাচ্ছি তোমার দিকে তাকিয়ে,তারপর একটা ট্রেন আমার পিছনে,আমাকে পেরিয়ে চলে গেলো তারপরেই তোমার হাতে হাত রাখা।
তোমার সাথে ওপারে বাকিটা সময় থাকা।
---------------------
এসব নিছক কল্পনা।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮