তুই কেন এমন করলি...!
কেন এমন পাগলামি করিস...!
আমাকে কষ্ট দিতে-
তোর এতো ভাললাগে।
জানিস না! তুই আছিস বলেই আমি-
একটু হাঁসতে পারি,
নিজের কথা বলতে পারি,
তবু কেন এমন করলি...!
যে আমার সাথে এক দিন-
কথা না বলে থাকতে পারতো না,
সে তুই কি করে আমার সাথে এমন করলি...!
তুই তো বলেছিলি আমাকে অনেক ভালবাসিস,
এই কি তার নমুনা...!
নিজের মতো নিজে চলিস-
কারো কথা শুনিস না-
যা মন চাই তাই করিস-
আর আমাকে কষ্ট দিস।
কেন করিস এমন টা...!
রোজ ভাবি তোর কথা,
আমি যদি পাখি হতাম-
তবে রোজ উড়ে যেতাম-
তোর কাছে,আর বলতাম-
আমাকে একটু বুকে জড়িয়ে আদর দিবি...
যে আমি তোকে আঁকড়ে ধরে বেঁচে আছি,
সে তুই কেন নিজেকে কষ্ট দিয়ে-
আমাকে কষ্ট দিলি...
কি রে বল, উত্তর দে,
ভেবেছিলাম তোর সাথে আড়ি দিবো-
কিন্তু তুই কি যে, তোর উপর রাগ করে-
থাকতে পারি না।
তোকে তো এই একটা কারনেই ভালবেসেছি,
তোর কথা আমার কাছে এতো ভালো লাগে কেন!
এ কারনেই তোর কাছে আমার-
সব কথা বলি,তোর কথাতে সুখ খুঁজে পাই।
আর সেই তুই আমাকে-
মাঝে মাঝে এতো কষ্ট দিস...!!!
কথা দে,
আর এমন করবি না,
আর আমাকে এভাবে কষ্ট দিবি না।।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১