অভাবের সংসার,বাবা মা অক্ষম,সংসারের দায়ভার এখন আমার কাঁধে। ছোট ছোট ভাই বোনের পড়াশুনার খরচ আর অসুস্থ বাবা মায়ের ঔষুধ কেনার জন্য অনেক টাকার প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা অনেক কম,অভাবের তাড়নায় আজ আমি এই পতিতালয়ে... কে আসে না আমার কাছে..! হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সব জাতের ঐ পুরুষ প্রাণী আসে ক্ষণিকের জন্য,কাছে এসে খুবলে খাই,স্তন আর যোণীর উপর বাঘের মতো আক্রমণ চালায়.. কষ্ট হলেও চুপ করে সহ্য করি কিছু টাকার জন্য। কেননা এই পাপের টাকাতেই আমার সংসার চলে।
পতিতা,হ্যা পতিতাকে অনেক গুণিজন বেশ্যা বলে। ছোট চোখে দেখে,কিন্তু যারা এই পতিতাদের কাছে আসছে যাচ্ছে তারা কি? তারা কি,দেবতা...! নাকি অমানুষ...!
আজকের এ পথে আমি কেন এসেছি! কেন এই কষ্টের জীবনকে আমি আমার কাছে আপন করে নিয়েছি! কেননা,কাগজের তৈরি ঐ টাকার মুল্য অনেক,এই টাকায় আমার সংসার চালায়,এতেই আমার ছোট ছোট ভাইবোনেরা পড়াশুনা করে,এই পাপের টাকাতেই আমার অসুস্থ বাবা মায়ের ঔষুধ কেনা হয়।
আমি পতিতা,পতিতালয় থেকে বলছি, হে মানবজাতি তোমাদের ধিক্কার...
#কাহিনী_বাস্তব (নামে অনিচ্ছুক)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬