নিশীর মৃত্যুকে আমি কিভাবে নিতে পারি....!
বইয়ের ভাজে রাখা শুকনো একটা জারবেরা ফুলের মতো,নাকি কয়েক লাইন কবিতা অথবা ইনবক্সে পড়ে থাকা সাড়ে ৪ হাজার ম্যাসেজের মতো,নাকি ফোনে কথা বলা কিছু ঘুণেধরা স্মৃতির মতো.....
নিশী কেমন ছিলো...! নিশীর সাথে এতো কথা বলা এতো কিছু হলো কিন্তু দেখা হবার আগে কি করেই সে হারিয়ে গেল..!
নিশী কাকে মুক্তি দিতে চাইলো...! এগুলো প্রশ্নবোধক নয়,এগুলো বিস্ময়সূচক আক্ষেপ মাত্র.. আমি আমার অতীত ভুলে যাকে নিয়েই বাচতে গেছি,সেই তার অতীতের জমানো সব কষ্টের বোঝার সাথে নতুন কিছু যোগ করে ঘাড়ে চাপিয়ে দিয়েছে... একটু একটু করে আপন করে নিয়ে ছুড়ে ফেলেছে কষ্টের আস্তাকুড়েতে....
নিশীর জন্ম আমার মুখে,লেখা কবিতায় আর গল্পে.. অথচ আজ মৃত্যূ হলো তার ইচ্ছাতেই... চোখে জল অথবা মুখে বেদনার ছাপ নেই,আজ হাসিমুখে তার মৃত্যু পরবর্তী সব কাজ করে পুরো বিদায় নিচ্ছি.... নিশীর মৃত্যু অথবা হিমুত্বের হিমুগিরির ইতি একই..... ফিরে আসুক সেই বর্বর লাবণ্যের জীবন,ফিরে আসুক অনিয়মের সেই জগত,যেখানে একমাত্র আমিই সব,আমার না থাকবে কোনো পারিবারিক উপাধি,আমিই সব আমার সবকিছুতেই থাকবে ফাঁকি.....
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯