একদিন আমিও প্রেমিক ছিলাম.. কিন্তু আজ না হলাম কারো প্রেমিক,না কারো বন্ধু... কি আমি..! আমি কবিতার ভাজে পড়ে থাকা কিছু আধমরা লাইন। আমি গল্পের ভিড়ে হারিয়ে যাওয়া ছোট এক গল্প। একদিন আমিও কিন্তু প্রেমিক ছিলাম....
কখনো কানে ফোন,হাতে হাত রেখে পার্কে বসা অথবা বন্ধের দিনে তাকে নিয়ে এক রিকাশায় ঘোরাঘুরি আমিও করতাম... টাকা জমিয়ে ফুল কেনা,কানের দুল,পায়ের পায়েল কখনো চুড়ি আমিও তাকে দিতাম.... কারন,একদিন আমিও প্রেমিক ছিলাম...
আজ তুমি আমাকে লাজুক বলো,বোকা বলো,ভীতু বলো,লোক সম্মুখে পরিচয় করিয়ে দিতে লজ্জা করো... বাড়ি ফেরার পর,তুমি আমাকে অসহ্য বোরিং বলো... এতো কিছুর পরেও, আমি কিছু না বলে চুপ করে থাকি... কারন,একদিন এই অসহ্য বোরিং আমিটাও একটা প্রেমিক ছিলাম.... তারপর হঠাৎ কোনো ঝড়োঝাপটায় সব হারিয়ে মুখ থুবড়ে পড়েছিলাম.... এতো কিছুর পরেও,তোমাকে পেয়ে বাঁচতে গিয়ে তোমার মর্ডাণ সোসাইটির কাছে পিছিয়ে গেছি আমি... Hi Hello এর দুনিয়া এই বাঙ্গালীর প্রেমকে কতভাবে ছোট করে তা আমি বুঝে গেছি.. সত্য বলছি,একদিন আমিও প্রেমিক ছিলাম....
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬