৬. জার্নি টু দ্যা ওয়েস্টঃ কনকেয়ারিং দ্যা ডেমনস (Journey to the West: Conquering the Demons): ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চীনা এই সিনেমাটি চীনের অন্যতম ব্যবসা সফল ফ্যান্টাসি-কমেডি নির্ভর একটি সিনেমা । সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে প্রাচীন চীনা রূপকথার কল্পিত দানব বা ডেমন দের করা সাধারন মানুষদের উপর আক্রমণ, এদের বধ করা একদল ডেমন হান্টার, আর একটা প্রেম কাহিনী নিয়ে । সমগ্র সিনেমা রূপকথা আর কমেডি তে ভরা হলেও খুঁজে পাওয়া যাবে কিছু আবেগের স্পর্শ এবং সবকিছু ছাড়িয়ে পাওয়া যাবে একটা হৃদয়স্পর্শী ভালবাসার গল্প। মন ভাল করার মত একটি সিনেমা, খারাপ লাগবে না আশা করি ।
পরিচালক- স্টিফেন চো (Stephen Chow)
৭. টার্টলস ক্যান ফ্লাই (Turtles Can Fly): বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কুর্দিস ভাষার যুদ্ধ নির্ভর ইরাকী এই সিনেমাটি মুক্তি পায় ২০০৪ সালে । ইরাক-তুর্কী বর্ডারের কাছের একটা রিফিউজি ক্যাম্প কে ঘিরে গড়ে উঠেছে চলচ্চিত্রটির কাহিনী। যেখানে দেখা যাবে তের বছর বয়সী স্যাটেলাইট আর তার দলবলের নানান কর্মকান্ড, অন্য গ্রাম থেকে আগত একটি মেয়ে আর তার সমবয়সী এক ভাই, যার দুটি হাতই কাটা, আর এক অল্পবয়সী ছোট ভা্ই যে কিনা জন্মান্ধ । এক পর্যায়ে গিয়ে মেয়েটির করুন অতীতের কথা জানা যাবে, জানা যাবে জন্মান্ধ ছোত শিশুটির কথাও । এই অতীতের জন্য মেয়েটি খুবি মানসিক ভাবে বিপর্যস্ত থাকে এবং যার পরিনতিও হয় খুব খারাপ । একদল অল্পবয়সী ছেলে মেয়ের অসাধারন অভিনয় আর সিনেমার খুবি বাস্তব সম্মত গল্প, আপনাদের বিমোহিত হতে বাধ্য করবে।
পরিচালক- বাহমান ঘোবাদি (Bahman Ghobadi)
৮. নিউ পুলিশ স্টোরি (New Police Story): জ্যাকি চ্যান অভিনীত 'পুলিশ স্টোরি' সিরিজের পঞ্চম এই চলচ্চিত্রটি ২০০৪ সালে হং-কং এ মুক্তি পায় । এই সিরিজের প্রতিটি সিনেমাই খুব ভাল, তবে এই সিনেমাটি আমার কাছে একটু বেশীই ভাল লেগেছে । যাথারীতি পুলিশি কাহিনী নির্ভর এই সিনেমাটিতে দেখা যাবে একদল উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার মানসিক ভাবে অসুস্থ সন্তানদের গড়ে তোলা একটা এন্টি-পুলিশ বাহিনী, যাদের মূল নিশানা হল পুলিশ । খুবি অসাধারন কাহিনী আর হৃদয়স্পর্শী কিছু ঘটনার জন্য সিনেমাটি আপনার অবশ্যই ভাল লাগবে ।
পরিচালক- বেন্নি চ্যান (Benny Chan)
৯. দ্যা শশাঙক রেডেম্পশন (The Shawshank Redemption): ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন এই চলচ্চিত্র টিকে সর্বকালের সেরা চলচ্চিত্রের মধ্যে অন্যতম বলে বিবেচনা করা হয় । দুই ঘন্টা বাইশ মিনিটের দীর্ঘ পরিসরের এই সিনেমাটি আমাদের জীবনের নিগূঢ় অর্থ কে সামনে নিয়ে আসে । জীবনের পুরোটা সময় কারাগারের মধ্যে কাটিয়ে দিয়ে যখন সব আশা হারিয়ে যায় তখন কারাগার থেকে মুক্তি পেয়েও যেন প্রকৃত মুক্তি পাওয়া হয় না । মৃত্যুই তখন প্রকৃত মুক্তি হয় । মুক্তি নেই জেনেও জন্ম নেয় মুক্তির আশা । কিভাবে মুক্তির না পাওয়া অবধারিত জেনেও একটা ছোট্ট রক হ্যামার দিয়ে জেলখানার কয়েক ফুট পুরু দেয়ালে একটা সুরঙ্গ তৈরী করে মুক্তির আশা করতে হয় এবং উনিশ বছরের চেষ্টায় সফলতা পাওয়ার গল্পই দ্যা শশাঙক রেডেম্পশন ।
পরিচালক- ফ্রাংক ড্যারাবন্ট (Frank Darabont)
১০. দ্যা জাপানিস ওয়াইফ (The Japanees Wife): ভারত-জাপানের যৌথ প্রোযোজনার এই সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে । এটা এক অতিশুদ্ধ প্রেমের গল্প । দুই 'পেন ফ্রেন্ড' যাদের একজন বাঙালি স্কুল শিক্ষক আর একজন জাপানী মেয়ে । প্রায় তিন বছরের প্রেম এবং চিঠির মাধ্যমেই কেউ কাউকে না দেখে এরা বিয়ে করে । প্রায় সতের আঠার বছরের বিবাহিত জীবনে তারা কেউ কারও সাথে দেখা করার সুযোগ পায় না । দেখা না হলেও দুজন দুজনের ভালবাসার মর্যাদা বা পবিত্রতা কোনটাই ক্ষুন্ন হতে দেয় না । এক করুন পরিণতির মধ্য দিয়ে এই ভালবাসার গল্পের সমাপ্তি হয় ।
পরিচালক- অপর্ণা সেন
১১. হট সট্স (Hot Shots): ১৯৯১ সালে মুক্তি প্রাপ্ত পুরোদুস্তর কমেডি নির্ভর মার্কিন এই সিনেমাটি আপনাকে দেবে নিখাদ হাসির খোরাক । যুদ্ধ কে কেন্দ্র করে এয়ার ফোর্সের কিছু মজাদার কাহিনী নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী । মানসম্মত কমেডি সিনেমা দেখতে চাইলে এই সিনেমাটি দেখতে পারেন ।
পরিচালক- জিম আব্রাহামস (Jim Abrahams)
প্রথম পর্বের লিংকঃ দেখতে পারেন যে সিনেমা গুলো (প্রথম পর্ব)
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬