একটা কাঁচি কেনার প্রয়োজন।দোকানে গেলাম কিনতে। দোকানি অনেক কাঁচি দেখাচ্ছে, আমি এটা সেটা নেড়েচেড়ে দেখছি। দোকানি তার পণ্যের গুন গান করছে। আমি তার সাথে মাথা দুলিয়ে চলেছি। জানতে চাইলাম এগুলোতে ঝং ধরবে নাতো? সে জানাল, না ধরবেনা এগুলো এক নম্বর, পাকিস্তানের তৈরি।মেজাজটাই গেল খারাপ হয়ে। বল্লাম কাঁচি নেবনা। দোকানি জানতে চাইল, কেন? পছন্দ হয়নি? জিনিসকি ভাল না? আমি বল্লাম ভাল মন্দের ব্যপার না এটা পাকিস্তানী তাই নেবনা। না কিনেই চলে এলাম।
পাকিস্তানীরা আগে মানুষ হোক তার পরে তাদের পণ্যের ভাল মন্দ বিচার করবো। তার আগে পাকিস্তানের সবকিছুতেই "না"।
প্রথম বারের মতো বিপিএ(BPL) আসরে যত জন বিদেশি খেলোয়ার ছিল তার মাঝে বেশির ভাগই পাকিস্তানী।কেন পাকিদের আমাদের দেশে এত আপ্যায় করার কি দরকার ছিল? পাকিস্তানী ছাড়া কি বিপিএল আসর জমতো না? ইন্ডিয়া ছাড়া তো আমরা পেরেছি তো পাকিদের না হলে আমাদের কি ক্ষতি হতো? কেবল যদি মনে করি এটা লোটা কামালের পাকি প্রীতি তবে ভুল হবে। আমাদের ক্রিকেট দলের খেলোয়ারদেও দেখলাম আনন্দে তাদের সাথে গদগদ হয়ে কথা বলছে। খেলার মাঠে আশরাফুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক পাকি জানোয়ার।
এশিয়া কাপ জেতার পরের দিন দেখলাম জনপ্রিয় পত্রিকা(ডেইলিস্টার)। পাকি রাষ্টনায়কদের বাণী নিয়ে একটা বিশেষ পাতা বের করেছে।(অনলাইন লিংকটা খুঁজে পাচ্ছিনা)
এসব কোন কিছুই সুখকর বিষয় নয়। কিন্তু বাস্তবতা আমাদের এই অবস্থানে দাঁড় করিয়েছে।
বাংলাদেশ দল পাকিস্তান যাবে কি যাবেনা এই নয়ে কোন তর্ক করার কোন সুযোগ নেই। ব্লগে এই নিয়ে অনেক পোষ্ট আছে। শ্রীলংকা ক্রিকেট টিম পাকিদের দ্বারা আক্রান্ত হবার পরে তাদের দেশের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। এখানেও হেয়ালী আছে। তাদের মাটিতে ক্রিকেট বন্ধ হয়েছে কিন্তু পাকিদের কেন আইসিসি থেকে বাতিল করা হলো না? পাকিস্তানের সরকার, পাকিস্তানের জঙ্গি, পাকিস্তানের খেলা,সব নিয়েইতো পাকিস্তান? জঙ্গি আর পাকিস্তানী একই অর্থবোধক । যে খানে পাকিস্তানী আছে সেখানে জঙ্গি থাকবে। তাই তাদের ক্রিড়া,তাদের পণ্য কোন কিছুই জঙ্গি আশংকা মুক্ত নয়।
আমরা এবং দেশের মানুষ তাই মনে করি আমাদের প্রিয় ক্রিকেট দলকে এমন সোসাইট স্কোয়ারে পাঠানোর কোন সুযোগ নাই। দু চারটা লোটা কামাল যদি চেষ্টাও করে আমরা তার স্বপ্ন কে দুস্বপ্ন করে দেব। দেশের মানুষতো লোটা কামালের মতো জানুয়ার নয়।
পাকিস্তানের ক্রিকেটও যে জঙ্গিরা খেলে তার প্রমান অনেক হয়েছে। ক্রিকেট নিয়ে এত কেলেংকারী আর কোন দেশের নেই। পাকিস্তানকে কেন আইসিসি থেকে বাদ দেয়া হবে না? কেন এত কিছুর পরেও তাদের খেলার অনুমোতি দিল?
আজ কে লোটা কামাল আমাদের সারা দেশকে যে ভাবে সংকার মধ্যে ফেলেছে। কালকে হয়তো অন্য কোন দেশকে তাদের দেশের লোটা এমনই বিপদের মধ্যে ফেলবে। কিন্তু আবার যদি শ্রীলংকার মতো ব্যপার ঘটে তবে এর দায় কি আইসিসির উপর পরবেনা। তারা কি এর দায় থেকে রক্ষাপেতে পারে?
তাই যতদিন তাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশ তৈরি করতে না পারবে ততদিন পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিস্কার করা হোক।