গত 48 ঘন্টা হলো বুকে একটা চাপা ব্যাথা নিয়ে ঘুরতে হচ্ছে । জিহাদ বাবুটাা প্রায় আমাার বাবুর সমান। গত কাল বাবুটার লাশ দেখে আর নিজেকে সংজত করতে পারিনি, হাপুস নয়নে কেঁদেছি । যুক্তি বুদ্ধি ছাড়াই শুধু মনে হচ্ছিলো আহারে কেউ একটা গড়ম কাপর দিয়ে জরাচ্ছে না কেন বাচ্চাটাকে ! বেশি না আর মাত্র কয়েকটা ঘন্টা আগে যদি উদ্ধার করা যেত তবু বাবুটাকে হয়ত বাঁচানো যেত !!!!!!!! কিন্তু যদি বেচেও যেত সারা জীবনে কি স্বাভাবিক হতে পারত বাচ্চাটা ? যে পরিমান ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে এই দুধের শিশুটাকে, বেচে থাকলে আদৌ স্বাভাবিক ভাবে বেচে থাকত কিনা কে জানে । মানুষতো মরনশীল ! মরবে না কেন ? অসুখে মারা যায় দূর্ঘটনায় মারা যায়, প্রাকৃতিক দূযোর্গে মারা যায় ! কিন্তু তাই বলে এমন নিষ্ঠুর মৃত্যু ? দুধের একটা শিশু সম্পূর্ণ একা দীর্ঘ দুইটা দিন ! এত লম্বা নিকষ অন্ধকার একটা রাত ! খালিগায় অসহনীয় ঠান্ডা !!!!! একটা জনমানুষ নাই ! একটা সান্তনা দেয়ার কন্ঠস্বর নাই !!!!!! সভ্যতার নিষ্ঠুরতা ! এটা সভ্যতার পেমেন্টে হিসেবে ধরে নিলে ভূল হবে । কিন্তু জাতি হিসেবে কি অদ্ভুত দাম্ভিক জাতি আমরা !!!!! জাতিটার রন্ধ্রে রন্ধ্রে দূনির্তি ভাইরাসের চেয়ে ভয়াবহ আকারে ছরিয়েছে তারপরও কি গর্ব আমরা বংলাদেশী !!!!! সুন্দরবোন ধংস করে কয়লা বানাচ্ছি তারপরও কি গর্ব মধ্য আয়ের দেশ হচ্ছি !!!!!! রানা প্লাজায় 1200 মানুষ কে জ্যান্ত কবর দিয়েও আমাদের শিক্ষা হয়না । কি আজব মন্ত্রি আমাদের এর মধ্যেও সরকারের ইমজে প্রশ্ন প্রকট হয়ে গেল ! দুম করে ঘোষনা দিয়ে বসল পাইপে কোন মানব দেহ নাই ! কি আজব নিরাপত্তা বাহিনী আমাদের শোকে মূহ্যমান এক পিতা কে পুলিশ কাস্টেডিতে ঢুকে প্রমান দিতে হয় তার নিখোঁজ সন্তান কে নিয়ে তিনি কোন গুজব চরাচ্ছেন না । যে শিশুটি জিহাদের কান্না শুনেছিলো তাকেও থানায় গিয়ে স্বাক্ষ্য দিতে হলো আমি মিথ্যা বলিনি ! কি গবির্ত জাতি আমরা !!!!!! আমি যদি না পারি, আমার যদি ক্ষমতা না থেকে সেটা স্বীকার করার মধ্যেতো দোষের কিছু নাই । এটা আমার স্বীমাবদ্ধতা দোষ নয় । আমাদের ফায়ার সার্ভিসৈর যে অনেক ধরনের সীমাবদ্ধতা আছে সেটাতো এর আগেও অনেকভাবে প্রমানিত । এইটা অষ্মিকার করার কি আছে ? রাস্ট্রিয় তরফ থেকে আধুনিক কোন যন্ত্র পাতি দেয়া হয়না, আধুনিক কোন প্রশিক্ষনের ব্যবস্থা নাই তাহলে এইটাতো আসলেই একা ফায়ার সাভির্স্ ইউনিটের দোষ না । সবাই বলে যাচ্ছে, টিভিতে লাইভও দেখাচ্ছে আসলেই যারা কাজ করছিলেন তাদের চেষ্টার কোন ত্রুটি ছিলো না ! পদার্থ্ বিদ্যার ভাষায় যে কাজের কোন আউটপুট নাই তাকে কাজ বলে না তাতে আপনি যতই সময় এবং শ্রম দেন না কেন ! আরে কি অদ্ভুত একটা সংস্থার আবার ইগো কি ? ইমেজ কি? ফায়ার সার্ভি্সের্ পরিস্থিতি মোকাবেলায় যে এক্সপারটিস প্রয়োজন, তা নেই । এইটা স্বিীকার করে নিয়ে ওইখানে বিভিন্ন যায়গা থেকে উপস্থিত অভিজ্ঞ যারা ছিলেন, যারা দাবী করছিলেণ তারা সহযোগিতা করতে পারেন তাদের উপর বেশী না অল্প একটু আস্থা রাখলেই আজকে এই অবুঝ শিশুটাকে বাচানো যেত । এত শক্তিশালী একটা সংস্থা যদি আম জনতার সহযোগিতা নেয় তাদের গর্ব করার কি থকলো বলেন ? চার বছরের একটা শিশুর জীবনের চেয়ে সবারই ইগোটা অনেক বেশী গুরুত্বপূর্ন । লাইভ টিভিতে অবাক হয়ে দেখছি শত শত লোক দারিয়ে আছে, অভাগা একটি শিশু 260 ফিট মাটির নীচে ভয়ে, শীতে থরথর করে কাপছে আর আমাদের মাননীয় অর্ধ মন্ত্রি না পুরা মন্ত্রি, ডিএমপির প্রধান, ফায়ার সাভিসের্র্ প্রধান আরো কতক প্রধান মাঝরাতে উপস্থিত হয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছেন এবং এইটা যে আসলে কত বড় একটা নাটক তা প্রমান করার চেষ্টা করছেন । সরকার যদি সব গর্তেই সাপ খুজতে লেগে যান তাইলেতো মহা মুশকিল । সকলের ইগোর কাছে জিহাদকে মরিয়া প্রমান করিতে হইলো যে সে সত্যকারেই পাইপলাইনে পরিয়াছিলো !!!!!!! এই একটা বার সত্যি সত্যি প্রার্থনা করছিলাম যেন আসলেই এ্টা গুজব হয় !!!!!
জিহাদকে মরিয়া প্রমান করিতে হইলো যে সে সত্যকারেই পাইপলাইনে পরিয়াছিলো !!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
আঁচলে বাঁধা সংসার
আমি তখন কলেজে পড়ি। সবেমাত্র যৌথ পরিবার ভেঙে মায়ের সঙ্গে আমাদের ছোট্ট একটা সংসার হয়েছে। নতুন সংসার গুছিয়ে নিতে, মা দিনের প্রায় সবটা সময় ঘরকন্নার কাজে পার করে দিতেন। ঘরের... ...বাকিটুকু পড়ুন
প্রেমিকাকে বা বউকে প্রেম নিবেদনের জন্য সেরা গান
নীচের দেয়া গানটাতে হিন্দি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবী এবং ইংরেজি ভাষায় প্রেম নিবেদন করা হয়েছে। নীচে গানের লিরিক্স এবং বাংলা অর্থ দিলাম। আশা করি গানটা সবার ভালো লাগবে। এই হিন্দি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫৩
কেন জানি মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে ঘোড়ায় চড়ে রাস্তায় বেরিয়ে পড়ি। হাতে থাকবে চাবুক। যেখানে অন্যায় দেখবো লাগাবো দুই ঘা চাবুক। সমস্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
প্রিয় পাঠক, গতকাল ১০ মে ২০২৫। এই দিনটি কোনো সাধারণ দিন ছিল না। এটি ছিল ঐতিহাসিক এমন একটি দিন, যা বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন
ভারতের পুশইন : বাংলাদেশ কে Human dumping station বানানোর অপকৌশল !
ভারতের দিল্লি যখন ইসলামাবাদের দিকে ক্ষোভের তীর ছুঁড়ছে, তখন সেই ধূলিঝড়ে ঢাকা তেমন দৃশ্যমান নয়—তবে নিঃশব্দে এক অস্থির আগুন ছড়িয়ে পড়ছে সীমান্তের ঘাসে। সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার ছায়ায়, বাংলাদেশ সীমান্তে শুরু... ...বাকিটুকু পড়ুন