(ব্লগবিধিবদ্ধ সতর্কীকরণঃ ঈদ স্পেশাল এ ফিচারটি শুধু তারাই পড়তে পারবেন যারা এখনো বিয়ে করেননি যাদের বিয়ে করার ইচ্ছা আছে ;যারা এখনো প্রেমের সুইমিংপুলে সাতার কাটেননি এবং যারা প্রেম করতে মনের মত প্রেমিকা খুজঁছেন)
ঈদ মানেই অনাবিল আনন্দের পরশ,মনের মত করে ঘুরে বেড়ানো এসব কথা বলা মানেই মায়ের কোলে মাথা রেখে নানার বাড়ির গল্প করা।কি পাঠক বন্ধুরা ঠিক বলিনি?ঠিক-বেঠিক যাই হউক না কেন বাংলা সিনেমার


গতকালকের কথা ।খালাত ভাই মাসুমের বাসায় গিয়ে দেখি ললিতা ভাবী ভাংচুর করতে করতে বলছে,''এখন ঈদের বাজার থালা হাতে নেমে পড় !' 'খালাত দেবর মানে আমারে দেইখ্যাও ভাবীর কাকের মত চেচাঁমেচী থামল না ।বরং আরো বেড়ে গেল।ইশারায় মাসুমের কাছে জানতে চাইলাম ঘটনা কি ।প্রতি ইশারায় মাসুম জানাল ,আগে আমাকে উদ্ধার কর ।অনেত কষ্টে আমার শান্তশিষ্ট (!) ভাবীর আক্রমন থেকে উদ্ধার করে ছাদে গিয়ে বসলাম ।জানতে চাইলাম ভাবীসৃষ্ট এমন অভূতপূর্ব পারিবারিক নাটকের গোপন রহস্য।।মাসুম বলল,একটি শাড়ি কিনে দেব বলেছি তাই।ওর দাবী তিনটি শাড়ী.একটি হার.বিদেশী পারফিউম,মেকআপ বক্স,ওর বোনের জন্য মাছাক্কালি-মাছাক্কালি,মায়ের জন্য জামদানী শাড়ি ভাইয়ের জন্য রক স্টাইলের ছেড়া-বেড়া জিন্স ।বিশ্বাস কর গত কোরবানীর ঈদেরর্ রন এখনো শোধ করতে পারিনি।তুই বল আমি কি করুম?বললাম বিয়ে করার জন্য যখন পাগল হওয়ার ভান করেছিলি তখন বলেছিলাম,বিয়ে যে করবি বউয়ের চৌদ্দগুষ্টির আবদার মেটাতে পারবি?তখনতো কইছিলি আমার ললিতা শুধু আমাকে চায় ।দীর্ঘশ্বাস ফেলে মাসুম বলল,তখন তো বুঝিনি বউয়েরা স্বামীকে রাস্তার ফকির বানিয়ে হলেও শাড়ি-গয়না পেতে চাই।পুরনো প্যাচাল রাইখ্যা এখন বল আমি কি করুম?ছাদ থেকে নামতে নামতে বললাম তোর সমস্য তোর কাছে রাখ আমি গেলাম ।
মাসুমের করুন পরিণতি শেয়ার করতে দোস্ত মাসুমের বাসায় গেলাম।গিয়ে দেখি শেষ বিকেলের আকাশের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয় বন্ধুটি।কয়েকটা রাত পেরুলেই ঈদ।অথচ বন্ধুর চোখে উদাস দৃষ্টি!!আতংকিত স্বরে বললাম,এভাবে কি ভাবতাছসরে?
-ভাবছি নারে ভাবছি না কয়েক হাজার টাকা কল্পনা করছি।আচ্ছা আমাকে হাজার চারেক টাকা ধার দিতে পারবি?
হাঃ হাঃ করে হেসে উঠে মানিব্যগ বের করে বললাম,২০ পয়সাও যদি পাস তাহলে তুই হবি আজকের পৃথিবীর সেরা ভাগ্যবান।এবার বল টাকা দিয়ে কি করবি?
সোমাকে একটা মাছাক্কালি/সানিয়া মির্জা কিনে দেব।গতকাল মনে হয় বিশবার বলেছে ওর বান্ধবী নীতুকে ওর প্রেমিক মাছাক্কালি,নখপালিশ,লিপস্টিক,আইলাইনার,হুগো ওমেন পারফিউম ঈদেও গিফট হিসেবে দিয়েছে।
গুমনের কথা শুনে নিজেকে সব চাইতে ভাগ্যবান মনে হল।কারণ,আমি বিয়ে করিনি করার ইচ্চাও নেই তাইকোন নারী আমাকে বলতে পারবেনা ঈদের বাজার থালা হাতে নেমে পড়।আমার প্রেমিকা নেই প্রেম করার ইচ্ছাও নেই।তাই কোনদিন আমাকে শুনতে হবেনা প্রেমিকার বান্ধবীকে তার প্রেমিক কি দিয়েছে।
ব্লগবিদিবদ্ধ সতর্কীকরণ পড়ার পর যারা এই ফিচারটি হজম করেছেন তাদের প্রতি উদাও আহবান আমার মত প্রেম বিয়ে থেকে দুরে থেকে আসুন মেতে উঠি যামেলাহীন ঈদ আনন্দে।

ব্লগ পরিবারের সবাইকে আগাম ঈদের শুভেচ্চা
(একটি ফান ম্যাগাজিনে লিখছিলাম )
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৮:০১