ধর্মীয় ব্যাপারে বেশ কিছু বিতর্ক সামুতে দেখা যায়, নাস্তিক ও আস্তিকদের মধ্যে। অধিকাংশ সময়ই দেখি নাস্তিকরা শেষ পর্ন্ত নাকানীচুবানী খায় (পড়ুন প্রায় সকল সময়) আস্তিকদের কাছে। যুক্তি কিংবা অংক কষে, সনদ ইত্যাদি দিয়ে। হ্যা, আমি কেবল ইসলাম ধর্মের ক্ষেত্রেই এই বিতর্কের কথা বলছি। যেমন একজন বলেছিল যে মানুষ হাজার বছর বাঁচে কি করে? হাদিস কোরআনের রেফারেন্স কি? তার উত্তর কোরআনের রেফারেন্সসহ দিয়েছিল একজন,
And We certainly sent Noah to his people, and he remained among them a thousand years minus fifty years, and the flood seized them while they were wrongdoers. ২৯:১৪
এখন আমি জানতে চাই সচেতন ভাই-বেরাদারদের কাছে, হযরত আদম (আ: ) যে ৯০ ফুট বা এর কাছাকাছি উচ্চতা বিশিষ্ট ছিলেন তার স্বপক্ষে কোন রেফেরেন্স দেখাতে পারবেন হাদিস-কোরআন থেকে?
অন্যদিকে নাস্তিক ভাইদের নিকট অনুরোধ, এই পোষ্ট টা আপনাদের জন্য না। আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে হাজির হবো যথাযথ সময়ে, প্রয়োজনীয় মালমসলা জোগাড় করে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষে করুন, আমাকে শান্তিতে থাকতে দিন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৩