
আসন্ন চীনা নববর্ষ উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের যৌথ উদ্যোগে একটি চীনা চলচ্চিত্র উত্সব নিম্নোল্লেখিত সূচি অনুযায়ী আয়োজিত হবে। আগামী ৮ জানুয়ারি ২০১২ বিকেল ৫:৩০টায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাং সিয়েন ই চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব ড: কামাল আব্দুল নাসের চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাণপুরুষ অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

স্থান:
সঙ্গীত ও নৃত্যকলা অডিটরিয়াম,
বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও চলচ্চিত্র উত্সবে চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধু ও শ্রোতাসংঘের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01711054985, 01814278343 এই নাম্বারে।
লগইন করুন: Click This Link
দিদারুল ইকবাল
মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:১১