গতকাল নাক ফাটায়ে আসলাম।
নাহ কোথাও মারামারি করিনি। বা রাজনীতিতে নামার দায়ে কোখাও মারও খাইনি। নাক ফাটালাম সুইমিং পুলে শুন্যে ডিগবাজী দেবার চেষ্টা করে...!
ভাই বোন ও কাজিনদের পাচঁটি পরিবারের ২০ জনকে নিয়ে কাল মিরপুরে তামান্না গার্ডেনে গেলাম। ভাগিনা Shafiqul R Sami খুব চমৎকার ডিগবাজী দিয়ে সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছিল। আমি ওর কাছে শেখার চেষ্টা করলাম। তারপর যা হবার তাই হলো। সব মিলিয়ে অসাধারন আরেকটা দিন কাটল গতকাল।
কয়েকটি অভিজ্ঞতা শেয়ার করি:
১. আমরা যখন সুইমিং পুলে নামার প্রস্তুতি নিচ্ছি ততক্ষনে আমাদের মধ্যের পিচ্চি কয়েকটা সবার চোখকে ফাকিঁ দিয়ে একা একা পুলে ঝাঁপ দিয়ে দিল। তার মধ্যে একটা ছিল বেশী পিচ্চি এবং পানির গভীরতার চেয়েও ছোট। ভাগ্যভাল কয়েকজন অ্যান্জেল তখন পুলে ছিলেন এবং তারা দ্রুত বাচ্চাটাকে তুললেন।
২. পুলে নামার সিঁড়ি ও পাড় এ টাইলসে অসতর্কতায় ব্যাথা পাওয়ার সম্ভাবনা আছে।
৩. নাক ফাটার পর দেখলাম তামান্নাতে ফার্স্ট এইডের কোন ব্যবস্থা নাই। আমার মনে হয় সব পার্কগুলোতে খোজঁ নিলে দেখা যাবে বেশীর ভাগেরই নাই। এদিকটায় পার্কের মালিকরা নজর দিবেন আশা করছি। একজন প্যারামেডিক থাকাও খুব জরুরী।
৪. আজ বন্ধু দিবস। আল্লাহকে ধন্যবাদ আমার বন্ধুর অভাব নাই। আমার মাশাআল্লাহ বিশাল পরিবারের কারনেই বন্ধু সংখ্যা প্রচুর হয়ে গেল।
আজকের বন্ধু দিবসে আমার সকল বন্ধুদের শুভেচ্ছা।