আমি এখনো জানি না কেন ফরমালিন বা কার্বাইড এতো সহজলভ্য? এসিড যখন সহজলভ্য ছিল তখন এসিড সন্ত্রাস নিয়ন্ত্রনের বাইরে ছিল। এখন যেমন খাবারে ফরমালিন বা কার্বাইড।
এ দুটি পদার্থ বা এমন আরো যেগুলো আছে সেগুলোর সরবরাহ নিয়ন্ত্রনে আনা কি খুবই কঠিন? নাকি সেটাই হতো সহজ উপায় রাস্তায় রাস্তায় অপারেশন চালানোর চেয়ে। আমার কেন জানি মনে হয় পুলিশরা উৎস বন্ধ করার চেয়ে সরবরাহ চেইনে বা দোকান গুলোতে হামলা করতে পছন্দ করে বেশী। এটা কি এমন যে বিষ মেশানো পুরোপুরি বন্ধ হয়ে গেলে তাদের বাড়তি আয়ের একটি পথ বন্ধ হয়ে যাবে তাই?
পত্রিকায় দেখলাম কাওরান বাজারে কিছু গোপন গুদাম আছে যেগুলোতে ফলে ফরমালিন মেশানো হয়। সেগুলোতে কি অভিযান চালানো হয়েছে?
ফরমালিন বা বিষগুলো পরীক্ষার কিট কেন সরকার জনগনের কাছে কম মূল্যে সরবরাহ করে না?
সরাসরি কৃষক পর্যায়ে কি ফরমালিন বা অন্যান্য বিষগুলো মাত্রাতিরিক্ত ব্যবহার না করার জন্য কোন প্রশিক্ষন দেয়া হয়? সরকার কি জৈব সার ব্যবহার করার জন্য কৃষকদের উৎসাহিত করতে কোন প্রকৃত উদ্যোগ নিয়েছে এখন পর্যন্ত?
আমরা রাজনৈতিক দলগুলো বা সাধারন জনগনও কি দায় এড়াতে পারি? আমরা কি কোন প্রকৃত আন্দোলন করেছি এ বিষয়ে?
এমন একটা আন্দোলন যদি করা হয় কতজন সাথে থাকবেন বলেনতো?