সক্কাল বেলা প্রথম কমেন্ট করেই দাগা খায়া গেলাম । দিনটা কোন ছাগুরে মাইনাস দিয়ে শুরু না করে ভাবলাম নামি দামি গুনিজন কে কে ব্লগে আছে দেখি আর তাদের সাথে কুশল বিনিময় করি । এই সত চিন্তা থেকেই বাবুয়া ভাইসাহেবরে জিগাইলাম আছেন কেমুন । উনি জবাব না দিয়ে ব্লক করে দিলেন ! যাউগ্গা, উনার ব্লগ, উনি যা করবেন সেইটা উনার মর্জি । ব্যাপারস না । এইখানে আমাগো কিছু কওনের নাই ।
তো বাবুয়া ভাইসাহেব আমারে ব্লক করলেও যারা আমারে এহনতরি ব্লক করেনাই তাগোর খোজ খবর করতেই এই পোস্ট । প্রথম স্টেপ হিসেবে গত পোস্টের একটা আপডেট করা যায় ।
০. বাবুয়া - ছেপ
১. হাসিব - জেনারেল
২. মেঘ - ওয়াচড
৩. তামিম ইরফান - জেনারেল
৪. বিষাক্ত মানুষ - জেনারেল
৫. আরণ্যক যাযাবর - সামু ব্লগরে আল-বিদা জানাইছেন ।
৬. অচেনা বাঙালি - ব্যানড
৭. সাধক শঙ্কু - ব্যানড (বছর খানেক পুরানা কেইস, বিশেষ বিবেচনায় ব্যান)
৮. মেন্টাল - ব্যানড (বছর খানেক পুরানা কেইস, বিশেষ বিবেচনায় ব্যান)
৯. রাশেদ - জেনারেল
১০. ক-খ-গ - জেনারেল (দুই সপ্তাহ ধৈরা)
১১. লাল মিঞা - ছেপ (কিন্তুক বিশেষ ব্যবস্থায় পোস্ট ফ্রন্ট পেজে আসে না । সাধক-মেন্টাল কেইস)
১২. প্রশ্নোত্তর - ওয়াচ
১৩. জহির আহমেদ - জেনারেল
১৪. আরিফুর রহমান - জেনারেল
আর কে কেমন আছেন ? কয়দিন একভাবে আছেন ? আপডেট দ্যান ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০