জাস্ট কিউরিয়াস ।
ব্লগে আমি কয়েকদিন ধরে অনেক মুখই দেখতেছি না ।
এই মুহুর্তে কে কে ব্যান, স্থগিত, ওয়াচ, নো-স্ট্যাটাস ইত্যাদিতে আছেন ?
সবচেয়ে ইন্টারেস্টিং কেইসটা দিয়ে তালিকা শুরু করি ।
১. বিষাক্ত মানুষ - নো স্ট্যাটাস (প্রোলেতারিয়েত), অধুনা "উয়াচড"
২. অচেনা বাঙালি - ব্যানড
৩. অক্ষর - ব্যান, দেন এ্যাগেইন ছেপ । ফাইনালি গন ।
৪. মকবুল পাটোয়ারি - ব্যানড
৫. আরণ্যক যাযাবর - জেনারেল (আকা মইনউ)
৬. ক-খ-গ - জেনারেল (আকা মইনউ)
৭. সাঁঝবাতির রুপকথা - ওয়াকআউট করছেন প্রতিবাদে
৮. সীমানাহীন - ব্যানড (সোর্স
৯. রিফাত হাসান - জেনারেল (আকা মইনউ) (পুলাটা ছাগুগিরি করতে গিয়া কি ধরাটাই না খাইলো )
১০. ইউনুস খান - ওয়াকআউট করছেন প্রতিবাদে
১১. আশরাফ মাহমুদ - ওয়াকআউট করছেন প্রতিবাদে
১২. কাঁকন - ওয়াকআউট করছেন প্রতিবাদে
১৩. কাক ভুষুন্ডি - ডানামেলে উড়ে গেছেন প্রতিবাদে
১৪. অধ্যাপক - জেনারেল (আকা মইনউ)
১৫. রাশেদ - জেনারেল (আকা মইনউ)
১৬. আরিফুর রহমান - জেনারেল (আকা মইনউ)
১৭. তামিম ইরফান - স্থগিত
১৮. হাসান মাহবুব - জেনারেল (আকা মইনউ)
১৯. হাসিব মাহমুদ - জেনারেল (আকা মইনউ)
২০. বুলবুল আহমেদ পান্না - জেনারেল (আকা মইনউ)
২১. হাল্ক/আখসানুল - জেনারেল (আকা মইনউ)
২২. বোলারস ব্যাকড্রাইভ - জেনারেল (আকা মইনউ)
(প্রিয় মডারেটরগণ - আগেই কৈছি এই পোস্ট ক্যাচালের উদ্দেশ্যে না । জাস্ট কিউরিয়াস কমরেডরা কে কি অবস্থায় আছে । খোজ খবর করা আর কি ! ঈমানে কৈতেছি হেগোরে ছেপ করতে কমু না ।)
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:০৭