সেই কবে থেকে এই গানগুলো শুনছি! খুব ছোট ছিলাম তখন! বাবা যখন ফিরতে দেরি করত...মা তখন রাতের নির্জনতাকে সঙ্গী করে এই গানগুলো শুনত! আমাদেরও শোনা হত মায়ের সাথে সাথে! কিছুই বুঝতাম না তখন কিন্তু খুব ভাল লাগত গানগুলো শুনতে! এখনও শুনি...অর্থ বুঝেই শুনি!ভাললাগা একটুও কমেনি বরং কোন ক্ষেত্রে তার বিপরীতই হয়েছে! তবে এখন একটা জিনিস খুব মিস করি।সবসময় মায়ের আঁচল ঘেষে থাকার অন্যরকম ভাললাগা এক অনুভূতি আছে সেটা! আজ অনেক বড় হয়ে গেছি! এত বড় যে মায়ের কাছ থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছি...! সেই দিনগুলো বোধহয় আর কখনো ফিরে পাওয়া যাবে না!আচ্ছা বড় হয়ে যাওয়া মানেই কি মায়ের কাছ থেকে দূরে সরে যাওয়া? যদি তাই হয় তবে বড় হয়ে যাওয়ার চেয়ে কষ্টের আর কি থাকতে পারে?
যাই হোক আজ সবার সাথে শেয়ার করছি আমার মায়ের প্রিয় আর আমার আমাকে এখনো পর্যন্ত ভাললাগায় আচ্ছন্ন করে রাখা কিছু নজরুল সঙ্গীত!
১.আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় (অনুপ ঘোষাল)
১.আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় (কণক চাঁপা)
২.প্রিয় এমন রাত যেন যায় না বৃথায় (অনুরাধা পাডোয়াল)
৩.মোর ঘুমঘোরে এলো মনোহর (অনুরাধা পাডোয়াল)
৩.মোর ঘুমঘোরে এলো মনোহর (কণক চাঁপা)
৪.দূর দ্বীপ বাসিনী (আশা ভোসলে)
৪.দূর দ্বীপ বাসিনী (কণক চাঁপা)
৫.শাওন রাতে যদি স্মরণে আসে মোরে (কণক চাঁপা)
৫.শাওন রাতে যদি স্মরণে আসে মোরে (ফেরদৌস আরা)
৬.শুকনো পাতার নূপুর পায়ে (অনুরাধা পাডোয়াল)
৭.আমার আপনার চেয়ে আপন যে যন
৮.আলগা কর খোঁপার বাঁধন (মোহাম্মদ রফি)
৯.কতদিন দেখিনি তোমায় (মান্না দে)
৯.কতদিন দেখিনি তোমায় (ফিরোজা বেগম)
১০.মোর প্রিয়া হবে এসো রানী (ধীরেন বসু)
১১.পথহারা পাখি খুঁজে ফেরে একা (ইন্দ্রাণী সেন)
১২.মোরা আর জনমে (ফিরোজা বেগম)
১৩.তুমি কি এখন দেখছ স্বপন (ফিরোজা বেগম)
১৪.বেল ফুল এনে দাও চাই না বকুল (ফেরদৌস আরা)
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২১