এরপর শাহেদ ভাই গিটারে , নষ্ট কবি মাউথ অর্গানে আর আমি হেডফোনে মানে কানে হেডফোনে গান শুনি সেইটা মুখ দিয়া ছাড়ি
তুমি কেন বোঝনা , আমাকে ছাড়া তুমি অসহায়
তোমার সবটুকু ভালবাসা আমায় ঘিরে
ভালবাসতে বাসতেই পৌছে গেলাম স্পটে । সারাটা দিন আড্ডা , ঝালমুড়ি খাওয়া । রাফেল ড্রর কুপন বানানো(বানাইছে মাহি ক্রেডিট নিলাম আমি ) , ২০০৭ সালের পর ক্রিকেট খেলা(চামে কইয়া রাখি ৫ বল খেলে কোন রান না করলেও ৬ বল করে দুইটা গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছিলাম) ছবি তোলা এসব করেই কেটেছে । অনেকটা আনন্দ দিয়েছেন মির্জা ভাই । মির্জা ভাই যে এত মজার আগে জানতাম না । মজার মানুষ মনসুর ভাইও । তার একেকটা কথায় না হেসে পারা যাচ্ছিল না । ফেরার পথে জ্যামে আটকা তিন ঘন্টা । কিন্তু সত্যি বলছি এত আনন্দের জ্যাম আর কখনও পাইনি । ওই জ্যামেই বাসের পেছনে বসে হয়ে গেছে আরেকটা আড্ডা । কার ভান্ডারে কত ১৮+ । সব ঝেড়ে দিয়েছে সবাই ।
সবশেষে এই ছবি
পিকনিকের এই এক গ্রুপ ছবি দিয়েই ছবি ব্লগ (ক্যামেরা নাই নিজে ছবি তুলুম কেমনে তাই কপি পেস্ট )
এখনও নস্টালজিক আমি । সবার পিকনিক পোস্ট পড়ছি । আর চলে যাচ্ছি সেই দিনটিতে নিজের অজান্তেই । সারাজীবন এই দিনটি মনে থাকবে । জীবনের কোন প্রথমকেই ভোলা যায় না । হোক না সেটা প্রথম প্রেম বা প্রথম বনভোজন
ধন্যবাদ সকল ব্লগার এবং যারা সেদিন পিকনিকে গিয়েছিলেন , আমার জীবনের একটি দিনকে এভাবে রাঙিয়ে দেয়ার জন্য
ধন্যবাদ জিশান শা ইকরাম ও শিপু ভাই । বনভোজনে আনন্দ করা বাদ দিয়ে আমাদের টেক কেয়ার করায় ব্যাস্ত ছিলেন
খুব বেশি মিছাইছি যাদেরঃ ছাইরাস হেলাল ও রাষ্ট্রপ্রধান(খবর আছে আপনের কইয়া রাখলাম)
যারা পিকনিকে যান নাই তারা পিকনিক নিয়ে পোস্টানো নিচের পোস্টগুলো পড়েন আর মুড়ি খান
১. "সামহোয়ারইনব্লগার্স বার্ষিক বনভোজন-২০১২ইং" আনন্দ ও উদ্দিপনার মধ্য দিয়ে উদযাপিত - শিপু ভাই
২. সামহোয়্যারইন ব্লগারস বার্ষিক বনভোজন ও আমার ব্যক্তিগত অনুভূতিনামা - পুশকিন ভাই
৩. ছবি ব্লগ- সামু ব্লগার্স পিকনিক ২০১২। অনেকছবি আছে, এবং অনেক অনেক মিস হয়া গেছে। - জাহিদ ভাই
৪. পিকনিক! পিকনিক! পিকনিক!! ( সামহোয়্যারইন...ব্লগ এর ব্লগারদের পিকনিক হয়ে গেছে) {ছবি ব্লগ} - মাহি
৫. সামুর ব্লগারদের পিকনিক অভিজ্ঞতা (চরম হিংসার ইমোটা অনেকেই মিস করবেন) - নিশাচর ভবঘুরে
৬. সামু পিকনিক ২০১২ঃ কিছু অপ্রকাশিত ছবি এবং কাহিনী ব্লগ - নিমচাঁদ ভাই
৭. সামুর পিকনিক ২০১২ ( একটি ফটো ব্লগ ) পার্ট- ১ { বাস যাত্রা} - আশকারি রহমান
৮. কাঠের তলোয়ার (আরম্ভ পর্ব) - শাহেদ খান
৯. কাঠের তলোয়ার (পূর্বান্হ থেকে মধ্যান্হ) - শাহেদ খান
১০. কাঠের তলোয়ার (মধ্যাহ্ন থেকে অপরাহ্ন) - শাহেদ খান
১১. কাঠের তলোয়ার (শেষ বিকেলের আলোয়) - শাহেদ খান
১২. ভাল মানুষদের সাথে একদিন। - আশরাফুল সিয়াম
১৩. সামু ব্লগার্স পিকনিক ২০১২ । এক্সক্লুসিব ছবিসহ - মোঃমোজাম হক
১৪. পিকনিকে গিয়ে আমি যা যা দেখলাম ও শিখলাম - ছোটমির্জা
১৫. আমার জীবনবৃক্ষের একটি স্বর্ণপত্র : সামু পিকনিক, ১৩ জানুয়ারী ২০১২ - অপরিনীতা
১৬. পিকনিক-২০১২ - একটি অসফল পিকনিকের ইতিকথা! আয়োজকগোষ্ঠীকে প্রাণঢালা দিক্কার ....... সামহোয়্যারইন এর ইতিহাসে এমন ব্যর্থ আয়োজন আর হয়নাই আবদুল্লাহ আল মনসুর
১৭. "প্রানের টানে- বনভোজনে-যাচ্ছি বনে" শ্লোগানে সামহোয়্যারইন ব্লগারদের বনের ভিতর বনভোজন।(ছবি ব্লগ) - নীরব দর্শক
১৮. পিকনিক'১২ পরবর্তী পোস্টঃ দেখা হবে বন্ধু কারণে আর অকারণে ......... - আশরাফুল ইসলাম
১৯. যেমন কাটলো থার্টিনথ-বেলা...(সামু ব্লগারস পিকনিক) - হানী
২০. ব্লগার্স পিকনিক : অতঃপর কিঞ্চিত ফান পোষ্ট - নীলপরি
২১. সামু ব্লগার্স পিকনিক ২০১২। অন্যরকম একটি দিন, অসাধারন কিছু মানুষের সাথে পরিচয়। - সবুজ ভিমরুল
কোন পোস্ট মিস হয়ে গেলে দয়া করে লিঙ্কটা মন্তব্যের ঘরে দিলে কৃতজ্ঞ থাকব
আপডেট হবে...
সবশেষ কথা আনলাকি থার্টিনকে লাকি করেছি কিন্তু আমরা ব্লগাররাই