কোর আই সেভেন সেদিন বল্গাইছিলো ব্লগে ভালো লেখা/ব্লগার কইমা যায়তেছে কিনা জানতে চাইয়া।পাশাপাশি জীবনানন্দ দাশের ছায়া তার প্রিয় বলগার নিয়া সিরিজ লেখা শুরু করলো।আমি ভাবলাম কি আছে দুইন্যায়, নতুন বইলা কি আমার প্রিয় বল্গার সিরিজ থাকপার পারে না


ডিসক্লেইমারঃ নতুন অনেক ভাল বল্গার আছে, তয় লিস্টিতে ডাইনোসররা আইবো আগে

মহাকবি মাইকেল মেহদী : গুরুরে শুরুতে শ্রদ্ধা ভরে স্মরন করতেছি,ব্লগ ইতিহাসে গুরুর কাছাকাছি কেউ দাঁড়াইতে পারবো না, হুমম।গুরুরে পাওয়ার আরেকটা লিঙ্ক আছে। যে লিংকেই যাই গুরুর ইনফ্রাসনিক পদচারনা আমারে মুগ্ধায়


সাইফুর : কাছিমের হেয়ার স্টাইল আর ক্যাপ নিয়া এত কেরামতি দুইন্যায় আর কেউ ভাবছে নাকি ??

লেখাজোকা শামীম : চমৎকার ব্লগার, এক্কেরে কমপ্লিট। সবকিছু নিয়া ওনার একখান না একখান পোস্ট আছে, কোন মাফ নাই


শওকত হোসেন মাসুম : পরিচয় কি দিমু, সবাই চেনেন। সব কিছু বাদ, শুধু মুভি পোস্টগুলা থাকলেও তিনি সেরা ৫ বল্গারের এক বল্গার।
আরিফ জেবতিক : এই লিংকু গুতায় লাভ নাই, উনি এখন সচলে। তয় যাবার আগের পোস্টগুলা আছিল প্রতিবাদের মাস্টারপিস… যেমন ‘আজ দুপুরে যা খেলাম’

রাগিব : গনকগুরুর ব্লগ থেইকা কোনদিন কিছু না শিইখ্যা বের হই নাই, তয় এখানে আসেন কম, মূলত এখন সচলে আর জন হপকিন্সে

নুশেরাপু : আমার কাছে অন্তত সেরা বল্গার। ব্লগ কখনো থেমে থাকে না, শুধু উনার পেজে গেলে মনে হয় থেমে গেছে। এত ভালো, মানুষ লেখে কেমনে?
নরাধম : ব্যাপক্স বল্গার, অপূর্ব লেখনী… আরেকটা নিকে নরাধম বল্গাতো হ্যারি সেলডন

চলবে…


সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৩৮