ধর্ম নিয়ে প্রতিদিন ব্লগে এক হাজারটা পোষ্ট আসে। কই আজ পর্যন্ত তো কোন লেখা স্টিকি হতে দেখলাম না। অথচ নাস্তিকরা পোস্ট মারলেই সেটা সাথে সাথে নির্বাচিত পোষ্টে চলে যায়, আবার স্টিকি ও করা হয়। নোটিশ বোর্ডের ভাষ্য অনুযায়ি যে পোষ্টে বেশি লাইক পরে সেই পোস্ট ই নাকি নির্বাচিত হয়ে যায়, তার মানে কি ইসলাম ধর্ম নিয়ে যে পোষ্ট গুলি আসে সেগুলিতে লাইক পরে না?.... আমাদেরকে কি বোকা পেয়েছে??...

আচ্ছা যে কয়টা আবাল সোনার ব্লগ ছাড়া বাকি সব কটা ব্লগকেই ইসলাম বিদ্বেষী বলে আখ্যা দিয়েছেন তারা কি ভুল করেও সামু ব্লগের কোন ইসলামি পোষ্টে ঢুকেন না?...


তবে যাই হোক, খোয়ার থেকে বের হওয়া কোন ছাগুর কাছে নিশ্চই ধার্মিক পোষ্টে লাইক পাওয়ার আশা করা যায় না।..... লাজ-লজ্জা কিছু থাকলে তারা আর এই মুখ সামুতে দেখাতে আসত না। সমস্যাটা হল নতুন ব্লগাররা তো আর জানেনা যে আমাদের পুশি ভাই / মির্জার ছোট ভাইয়েরা এক সময় লাথির উপরে থাকত। এখন আসছে চানছে ডান্স মারার জন্যে...




যাওগ্যা, আমি আম-কাঠালের জনতা.... আমার এতকিছু নিয়ে ভাবার টাইম নাই। তয় ব্লগের সুশিল ধার্মিকদের জন্যে একটা পোষ্টের লিংক দিলাম...


বেহেশ্তের ফুরি