আপামর ব্লগারগণ (উহারাও) যখন দেখিল , পূর্বে ব্লগ পরিগণিত হইত গালিবাজির প্ল্যাটফরমে, তাহাই আজ একটি স্যুস্থ ব্লগের রূপ ধারণ করিয়াছে, তখন উহারা সকলের পক্ষ হইতে লোটা পাইলো। আর তাহা লইয়া মিউ মিউ করিতে লাগিলো।
নাম্বার টু
বহুৎ ঘুটাঘুটি করিয়া উহারা ব্লগ ত্যাগ করিলো , সম্ভবত এই প্রথমবারের মতো উহারা বুঝিলো , ত্যাগেই প্রকৃত সুখ নহে । তাহার ফলে 'সইতে না পারিয়া ও কইতে না পারিয়া ' মাঝে মাঝেই আসিয়া পড়ে। তবে যেই হারে মাইনাস খায় , তাতে উহাদের প্রতি সমবেদনা না জানাইয়া উপায় নাই।
নাম্বার থ্রি
'ওয়ান পার্সন মেনি নিক' থিওরির গালিবাজ প্রবক্তারা যখন বুঝিলো , লেখা দিতে হইলে যে পরিমান গ্রে ম্যাটার লাগে তা তাহাদের ঊর্বর সারযুক্ত মষ্তিষ্কে নাই , তখন না পারিয়া কেহ আগেকার পোস্টের জাবর কাটে , কেহ বা একই লেখা বারংবার দিবার কোশেশ করে। উপায় কি ? কলমা বিরতি যে!
নাম্বার ফোর
বর্তমান ব্লগের চেহারা যতটাই ভালো উহাদের বাংলা পাঁচের চেহারা ততটাই 'ছয়' (ছিরিহীন) এর রূপ লইতেছে। নতুন লেখায় উহাদের অস্বস্তি, ভালো লেখায় উহাদের চুলকানি, বস্তনিষ্ঠ লেখায় উহাদের গতর জ্বলে। মনে মনে ভাবে , কি করিতেই না সাধের ব্লগখানি স্বনামে ছাড়িলাম।
উপরোক্ত প্রজাতি ছাড়া বাকিরা আমরা শুনিয়া লই,
গালিবাজি করিবার জন্য উহাদের নিক এর জন্ম। উহারা যে কোন ছুতায় চাহিবে শূকরের ন্যায় নোংরা ছড়াইতে। ভাত না পাইয়া উহারা নিত্য নতুন ছল করিতে পারে। এ ব্লগ আপনার আমার সবার। সবাই মিলিয়া আসুন আবার মনে গাঁথিয়া লই---
নো গালিবাজ
নো গলাবাজ
কিপ ব্লগিং
ক্লিন ব্লগিং
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৫