ব্লগিং না করিয়া আপনারা থাকিতে পারিবেন না । কাজেই , প্রাইমারী নিকে ব্লগে সাইন ইন না করিলেও (করিলে উনাদের ইজ্জত যাইবে) সেকেন্ডারী , টারশিয়ারী , কোয়ারটারনারী প্রভৃতি নিকে সেই নেশা মিটাইবার কোশেশ করুন।
১.২
ইতোপূর্বে আপনাদের পূর্বের বিরতির কথা স্মরণ পড়িবে হয়তো , উহা ছাড়িয়া দিবার ঘোষণা দিবার পরও সুর সুর করিয়াই হউক আর মিন মিন করিয়াই হউক , আসিয়া মিউ মিউ করিয়াছেন । একান্তদিলে আশা ফরমাই , তাহা আবারও ঘটিবে।
১.৩
ঘটনাই হউক কি দুর্ঘটনাই, সকল কিছু মুক্তিযুদ্ধ বরাবর টানিয়া লওয়া আপনাদের একমাত্র অবলম্বন বলিয়া মনে হয়। ভালো কথা। তাহাতে সমস্যা হইবার কথা নহে।
তবে তাহাদের মুখ যখন আর মুখ না থাকিয়া নোংরা ডাস্টবিনের ন্যায় গালির তুবড়ি ছোটানোর মেশিনে পরিণত হয় , পরলোকে থাকিয়া মুক্তিযোদ্ধাগণ বোধকরি তাহাদের খুব একটা সুনজরে দৃষ্টিদান করেন না ।
১.৪
ব্লগ আমার আপনার সবার। উহার পরিচ্ছন্নতা রক্ষার্থে পুরনো বা নতুন নিকেই হউক , গালিমুক্ত হইয়া আসুন। সু-স্বাগতম
১.৫
যুক্তি ও শালীনতায় থাকিয়া হ্যাপি ব্লগিং করি , অন্যথায় ফুটি।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৩