যাহা হউক , কথা সেইরূপ হইবার কথা ছিল না .........বলিতে চাহিয়াছিলাম গরু মারিয়া জুতা তথা পাদুকা দান করিবার কথা।
বাংলাদেশের স্বাধীনতা সমরে পার্শবর্তী দেশের অবদান কেহ অস্বীকার করিতে যায় না ......উহারা বিজয় ত্বরান্বিত করিয়াছিল তাহা সত্য.......কিন্তু তাহার সুফল টের পাওয়া যাইতেছিল অব্যবহিত পরেই........
.....অনূন্য একলাখ পাকি সৈন্যের সমর্পন করা অস্রশস্র, বিভিন্ন ব্যাংকের ট্রেজারী, সামরিক যানবাহন এবং আরও নানাবিধ সম্পদ যাহা নবগঠিত দেশটির নিরাপত্তার জন্য ছিল অত্যাবশ্যকীয় , পার্শবর্তী দেশের বাহিনী ব্যারাকে ফিরিয়া যাইবার কালে সাথে করিয়া লইয়া যায়।
.....এইরুপ উম্মুক্ত লুন্ঠনকার্যের প্রকাশ্য প্রতিবাদ করিবার কারণে যিনি মুজিব সরকারের প্রথম রাজবন্দী হন , তিনি আর কেহই নন , মুক্তিযুদ্ধকালীন নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল ।
.....যিনি বা যাহারা ইহাকে তড়িঘড়ি করিয়া 'ভুলিয়া যান' বলিয়া আপনাকে থামাইয়া দিবার চেষ্টা করিয়া ভয়ে ভয়ে দিল্লীর দিকে তাকাইবে , নিশ্চিত জানিবেন , উনি বা উনারা ভাদা গোত্রেরই প্রতিনিধি মাত্র.....
সগর্বে তাহা অন্যকে জানাইতে দ্বিধা করিবেন না মোটেই......
(আসিতেই থাকিবে....................)
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৭ রাত ৯:২৫