ইংরেজরা, পাকিরা, স্বৈরাচার সরকার গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনকে রুখতে চেয়েছে বার বার দমন নীতির মাধ্যমে । সবকিছুর পর আজ আমরা স্বাধীন দেশের মালিক। কিন্তু আজও কেন শ্রমিকের অধিকারের কথা বললে মোশরেফা মিশু রিমান্ডে?
কেমন স্বাধীনতার অর্জন করেছি। কতটা স্বাধীন আমরা যে পুজির আর শোষকদরে বাণিজ্যের কথা ভেবে শ্রমিক হত্যার বৈধ্য লাইসেন্স দিচ্ছি।
তবে মোশরেফা মিশুর মৃত্যুর প্রতিক্ষায় ঘরে বসে থাকব"? আর এই মৃত্যুর জন্যই কি স্বাধীনতা, গণন্ত্রত.......................
স্বাধীন দেশে কার বিরোধে লড়ব, চারপাশে সবই তো আমার লোক আমারই অংশ।
যদি মোশরেফা মিশুর মৃত্যু শ্রমিক অধিকার রক্ষার আন্দোলনকে নিভিয়ে দিতে পার তবে ২৫লক্ষ পোষাক শ্রমিকদের একসাথে গুলি করে মেরে ফেলুন। তাহলে এই দেশ আর কোনদিন আন্দোলন হবে না। আপনাদের পুজি আর শোষণের থাবা সুরক্ষিত হবে।
হাসপাতালের মেঝেতে স্থান হয়েছে মোশরেফা মিশুর
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২২