মানুষ আজ অনেক কিছুতেই উৎসবের আমেজ খুজে বেড়ায়। যান্ত্রিকতা ও নাগরিক একগুয়েমি থেকে কাটাতে নতুন করে প্রানের উচ্ছাসে নিজেকে বিলিয়ে দেয়। আজ ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা কী এ নিয়ে প্রশ্ন করলে বেশীর ভাগের উত্তর হবে হয়ত - ভালোবাসা হচ্ছে অনুভবের বিষয়।
ভালোবাসা কখনও স্বপ্ন নিয়ে ছুটে চলে কখনও বা দীঘশ্বাস হয়ে বের হয়।
গানে কিংবা কবিতায় ভালোবাসার বহিপ্রকাশ গুলো দেখেন যেমন রবীন্দ্রনাথের গানে আছে - " সখী ভালোবাসা কারে কয়, সেকি কেবলি যাতনাময় " -
গৌরীপ্রসন্ন মজুমদারের গানের কথায় আছে -
যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে,
পাথরে লেখ নাম পাথর ক্ষয়ে যাবে,
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে ||
হৃদয় আছে যার সেই তো ভালোবাসে,
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে |
অনেকের প্রেম আসে নিরবে কিন্তু ভালোবাসি এ কথাটি বলা হয়না আর সেই মানুষটিকে তেমনিই একটি গান -
"প্রেম একবারই এসেছিল নিরবে
আমারই এ দুয়ার প্রান্তে
সে তো হায় মৃদু পায়
এসেছিল পারি নি তো জানতে।।"
কবি মোহিনী চৌধুরীর "ভালোবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাণী"
আছে আরো -"ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পুরন হল না"
না দেখার মাঝে প্রেম রয়েছে যেমন গীতিকার মুকুল দত্তর গান “তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি
গল্প শুনে তারে আমি
অল্প অল্প ভালো বেসেছি”
অনেক হয়ে গেল ধৈর্য্য আর নাহি রইল
সবশেষে আমি ভাই বুঝিনা কিছুই তার
তুমি বিনে লাগে সব হাহাকার
ভালোবাসা মানে বুঝি আমার চিত্তের আহার
জয়তু ভালোবাসা।