আমার একটা স্বপ্ন আছে, দেশের জন্য নানা লোক নানা ধরনের স্বপ্ন দেখে, আমিও স্বপ্ন দেখি ছোটখাট
আমার স্বপ্ন, দেশের প্রত্যেকটা মেয়ে মাস্টার্স পাশ করবে
মাস্টার্স মানে, এইচএসসির পর ব্যাচেলরস পাশ করে মাস্টার্স, এমএস, এমএ, এমবিএ এমফিল, যাই হোক সেই ডিগ্রীর নাম, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত বিনে পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করে দেবে এই দেশ।
কেন? এই অলস জাতিকে নড়াইতে হলে প্রেরনা লাগে। ধর্ম, দেশপ্রেম বা মিলিটারীর লাথি দিয়ে বাঙালী নড়ে না, বাঙালী নড়ে নিজের স্বার্থে। নিজের পরিবারের স্বার্থে। একটা কন্যাদায়গ্রস্ত পিতাকে বলেন যে আপনি তার মেয়েকে চাকরির উপযুক্ত করার মত করে পড়াবেন, সে আপনার জন্য, নিজের মেয়ের জন্য জীবন দিয়ে দিবে। আপনি দেশের সকল পিতাকে বলেন দেশের সকল কন্যাকে চরম শিক্ষায় শিক্ষিত করবেন, সকল পিতা সেই প্রেরনার জন্য নিজেকে উৎসর্গ করবে। আমরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করেছি, আমরা একটি কণ্যার শিক্ষার জন্য আমাদের নেক্সট যুদ্ধটার জন্য রেডি হই
জাতি বিশাল এক স্বপ্নে বিভোর ছিল ১৯৭০ ও ১৯৭১ সালে; এই জাতির ছেলেরা যুদ্ধে গিয়েছিল, সেই প্রেরনা আজকে পাবেন না, জাতীয় প্রেরণা গড়ে উঠে যখন জাতির সামনে আশা থাকে, উদ্দীপনা থাকে, স্বপ্ন থাকে! নতুন আশা উদ্দীপনা স্বপ্ন গড়তে আরেকটা লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে আসুন, আমাদের কণ্যাদেরকে শিক্ষিত করুন
ভাবছেন, ছেলেদের কি হবে? ছেলেদের কিছুই হবে না, বাঘা বাঙালীর পোলারা পিডাপিডি কইরা ঠিকই উপরে উঠবে, ইন্টারনেট দিয়া বই ডাউনলোড করে ইন্জিনিয়ার হবে, যেগুলা পড়াশুনা করবে না, সেই ছেলেগুলা বিদেশে গিয়ে কামলা খাটুক, অসুবিধা নেই, শ্রমের মর্যাদা শিখবে
দেশের প্রত্যেকটা মেয়ের জন্য মাস্টার্স ডিগ্রী পর্যন্ত পড়াশোনা করা বাধ্যতামূলক করা হলে জনসংখ্যা বৃদ্ধির হার কমে আসবে আর সেসব মাস্টার্স পড়া মায়েরাই শিক্ষিত হয়ে নেক্সট জেনারেশনগুলোকে শিক্ষা দিয়ে উপরে উঠিয়ে দেবে, বাঙালীকে আর আরব দেশে গিয়ে কামলা খাটতে হবে না ওটাই হবে দেশের উন্নতির জন্য সর্বোৎকৃষ্ট ফর্মুলা।
দেশের সকল মেয়েদের মাস্টার্স পর্যন্ত ফ্রিতে পড়াশুনা করা বাধ্যতামূলক করে দেন, দুর্ভিক্ষ জলোচ্ছাস সাইক্লোন বন্যা এমনকি কেয়ামত আসলেও আমাদের চিন্তা থাকবে না, ক্লাইমেট চেন্জ হয়ে সমুদ্র ভাসাইয়া গলা পর্যন্ত পানি আসলেও দেশের কিছুই হবে না
শিক্ষিত মেয়েরা দেশকে ভাসায় রাখবে, শিক্ষিত মায়েরা শক্তিশালী ও মেধাবী বাঙালি বানাবে,
বিদেশে কামলা খাটা ছেলে তার মায়ের জন্য রক্ত পানি করা টাকা পাঠাবে, মেধাবী মায়ের মেধাবী সন্তানেরা সেই টাকায় আকাশের উপরে ভাসমান বাংলাদেশ বানাবে। আমি স্বপ্ন দেখি, আপনিও আমার সাথে স্বপ্ন দেখুন। সব কন্যাগুলোকে শিক্ষিত করুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:১০