দুইটা শিরোনাম দেইখা আজ মেজাজটা চইড়া আছে,
প্রথমটা জাফর ইকবালের উপর আক্রমনকারী, তারে নানাবিধ আদর কইরা পুলিশ বাইর করছে সে নাকি নিজে নিজেই সন্ত্রাসী জঙী হইছে।
আরেকটা খবর মালয়েশিয়া ফেরত মালিন্দ এয়ারলাইনসের, সেখানে এক বাংলাদেশী ফোনে পর্ণ দেখতে দেখতে কাপড়চোপড় খুইলা প্লেনের মাঝে স্বমেহন শুরু করছিল, পরে লোকজন তারে উত্তম মধ্যম দিয়া পুলিশে দিছে।
একটা দেশের সুশিক্ষিত লোকজন কমা শুরু করলে অশিক্ষিতরাই চেগাইয়া বসে, দেশের অবস্থা ধীরে ধীরে তাই হইতেছে। বাঙালী যখন হিন্দু আছিল তখন নীচু জাতে বেশি ফাল দিলে উচু জাত আইসা মাইরা কাইটা জাতপাত বুঝাইয়া দিতো, ইসলাম আসার পরেও আশরাফ আতরাফ এর কিছু বাছবিচার ছিল। ডিজিটাল যুগে আইসা আশরাফ আতরাফ গুলায়া গেছে। এখন তিন পয়সার নেতা হইতেছে ভিভিআইপি আর উচ্চ শিক্ষিত উচ্চ বংশীয় আশরাফ হইতেছে নমশুদ্রের খালাত ভাই।
কালো টাকা সাদা টাকারে ল্যাং মাইরা উপরে উইঠা গেছে আর সৎ লোকেরা আর্থসামাজিক ব্যবস্থার এমন ব্রেকডাউন দেইখা ডিপ্রেশনে ভুগতেছে ; আগের যুগে সমাজবেত্তাদের এখন দাম নাই, সত্য কথা কইতে গেলে সমাজবেত্তা এখন কে কে সেটাই আইডেনটিফাই করা মুশকিল হয়ে যাইতেছে। নয়া নয়া ডিজিটাল সমাজের জন্য নয়া সমাজবেত্তা চাই, এটলিস্ট এইসব নয়া চেগাইন্না জঙী আর প্লেনে বইসা পেন্ট খুল্লামখুল্লা করা শুয়োরের বাচ্চাগুলারে বুঙাবুঙা দিতে পারে এমন লোকজন দরকার।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ২:৪০