প্রথমে নিজের কিছু কথা বলি। ব্লগে একদমই নতুন, ৬ মাসও পূর্ণ করতে পারিনি এখনো। ভালো কিছু লিখতে পারিনা, তাই এখন পর্যন্ত মানুষ মনে রাখবে এরকম কিছু উপহার দিতে পারলাম না ব্লগকে। তবুও নেশাগ্রস্তের মত ব্লগে ঘুরে বেড়াই দিন-রাত।
সামুর জন্য ভীষণ একটা মায়া কাজ করে ভিতরে, আরও অসংখ্য নতুন ব্লগারদের আমার নিজের অনুভূতি দিয়ে বুঝার চেষ্টা করি। এতো ভালো ভালো লেখা আসে, অথচ পরিচিতির অভাবে অপঠিত থেকে যায়; সঙ্কলন পোষ্টে হেভিওয়েট নামের ভিড়ে তাদের আর জায়গা হয় না। এ উদ্দেশ্যে গত আগস্ট মাসে চিন্তা করি নিজের ভালো লাগা পোষ্টগুলো দিয়ে মাস শেষে একটা পোষ্ট দিব। যেহেতু, নিয়মিতভাবে একজন সঙ্কলন করছেন, তাই একে আর সঙ্কলন বলি নাই।
অনেকে বলতে পারে হিট হবার জন্য এই লেখা। কিন্তু তাদের বলি, ভাই হিট হওয়ার জন্য কাউকে এমন অমানুষিক পরিশ্রম করতে হয় না। কোন পরিশ্রম ছাড়াই আমার আগের তিনটি পোষ্টের হিট এরচেয়ে অনেকগুণ বেশী। শুধুই সামু এবং নতুন ব্লগারদের জন্য এইসব করা। আর যেহেতু উদ্দেশ্য ছিল নতুন ব্লগারদের গুরুত্ব দেওয়া, তাই অনেক নামী-দামী লেখকদের একটার বেশী পোষ্ট দেইনি। আর এটাতেই সম্ভবত মাইন্ড করলেন উনারা।
যাই হোক, এরই মাঝে ব্লগার ইশতিয়াক আহমেদ চয়ন এসে এই অভিযোগটি দিলেন আমার বিরুদ্ধে।
View this link
সম্পূর্ণ অপ্রত্যাশিত এই অভিযোগে পুরোই হতভম্ব হয়ে গেলাম। প্রতিবাদ জানালাম এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই অবাক পৃথিবীও একে মিথ্যা বলল এবং উনি তা নিয়ে পোষ্টও দিলেন। ক্যাচাল এড়িয়ে যেতে সেই পোষ্টে গিয়ে কোন মন্তব্যও দেইনি আমি। কিন্তু ২দিন পার করে ইশতিয়াক চয়ন গতকাল আবারো কমেন্ট করলেন আমার পোষ্টে। আমাকে মিথ্যাবাদী বললেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকরে ব্লগে তার ইম্প্রেশন নষ্ট করার দায়ে অভিযুক্ত করলেন আমাকে।
View this link
এ অবস্থায় যখন ব্লগার চেয়ারম্যান০০৭ আমার পক্ষে এগিয়ে আসলেন, তার বক্তব্যও মিথ্যা বলে উপেক্ষা করলেন। পরবর্তীতে ফেসবুকে পরিচিত একজন আমার হয়ে কথা বলতে গেলে আমি, চেয়ারম্যান০০৭, নিশাচর ভবঘুরে সবাইকে তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দেন।
সামুতে যত ভালো কাজই হোক, তার সমালোচনা হয় এটা জানি। কিন্তু এমন একটা পোষ্টে একজন দায়িত্বশীল সিনিয়র ব্লগারের এমন অপবাদ কতটা খারাপ লাগে সেটা আমি এখন বুঝতে পারছি। নিজেকে সত্যবাদী প্রমাণের জন্য কিছু স্ক্রিনশট ছাড়া আমার হাতে আর কিছু নেই।
সামু কর্তৃপক্ষ না চাইলে, কোন ব্লগার একেবারে কোন কমেন্ট ডিলিট করতে পারে না। আমার মুছে ফেলা কমেন্টগুলোর স্ক্রিন শট নিয়ে দিলাম। কোথাও অবাক পৃথিবী’র কমেন্ট নেই।
কেউ যদি একে ফটোশপ বলে, তাহলে বলে রাখছি এই জিনিস আমার দ্বারা সম্ভব নয়। তাও যদি অবিশ্বাস করেন, তাহলে সিরিয়ালের যে কোন কমেন্ট ফিরিয়ে এনে দেখাতে পারব।
View this link
View this link
View this link
তবে, আমি জানি এতোসব করেও শেষরক্ষা হবে না। উনি অনেক বিখ্যাত ব্লগার। আমি যে উনার তুলনায় কত ক্ষুদ্র তা নিচের এই তুলনাটা দেখলেই বুঝবেন।
View this link
এতো বড় মানুষের সাথে লাগতে যাওয়ার মত সাহস আমার নেই। অনেক বড় সিন্ডিকেটও উনি ধ্বংস করে দিয়েছেন। তাই পুরোপুরি হতাশা নিয়েই বলতে হচ্ছে, ‘ইশতিয়াক আহমেদ চয়ন, আপনি একজন মহান সত্যবাদী, আর আমি একজন হতভাগা মিথ্যাবাদী’। আপনার রেফারেন্স ধরে এখন সামুর অনেকেই তাই বলবে আমাকে, এ অবস্থায় আদৌ কি আর ব্লগিং করতে পারব কিনা তাই ভাবছি!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩