ফিরব না আর
বিকালের ম্লান রোদচ্হায়া
এসে পড়ুক সৃ্ষ্টিছাড়া বিষাদে!
ভাঙা বেহালায় নিরন্তর পোড়ে
খসে পড়া তারার বিলাপ!
তিতির পাখিরা ফিরে যায়
শুণ্যপথে; যারা একদা এসেছিল
নিমবন থেকে সৌভাগ্যরুপে!
দিগন্তে ঊড়ে যায় বিষণ্ণ ঘুড়ির দল!
ফিরব না আর
সন্তনির্জন ঘাসের মহা আঙিনায়,
বৃষ্টি থেমে গিয়ে মাপুক বিষন্নতার ব্যাসার্ধ!
রাতের নিরবতার পলকা ট্রিগার
সিরামিক চাঁদের আলোআবছায়া জানালায়!
কোন প্রেমিকের বুকপকেটে ঢুকে
নীল রং এর মন্থর মৃত্যুর কারাভান!
শ্যাওলা ধরা টেবিলে
তিনটি অচল মুদ্রা, হৃদপিন্ড এবং পুরানো ছবির এলবাম!
ফিরব না আর!
অন্ধমাতাল সমুদ্র স্মৃতিবক্ষে!
ফড়িং এর ভাংগা ডানায় প্রিয় নীল মেলাঙ্কোলিয়া !