আমরা ব্লগারদের লেখা পড়ছি; তাঁদের সম্পর্কে জানতেও আগ্রহী; ব্যক্তিগত কোন তথ্য জানতে চাইনা; পাবলিক ডোমেইনে যেসব তথ্য থাকলে কোন অসুবিধা হওয়ার কথা নয়, মাত্র সেগুলো জানার জন্য কিছু প্রশ্ন করা হবে; প্রাথমিকভাবে কিছু প্রশ্ন থাকবে, ব্লগার নিজের পছন্দমত প্রশ্লসমুহের উত্তর দেবেন; সব প্রশ্নের উত্তর দেয়ার কোন বাধ্যবাধকতা থাকবেনা।
অন্য ব্লগারেরা প্রশ্ন করতে পারেন, তবে ব্যক্তিগত প্রশ্ন করা সঠিক হবে না।
প্রশ্নসমুহ:
১) পড়ালেখা কোন বিষয়ে ও কত বছর, ডিগ্রি (অপশান্যাল)?
২) কোন এলাকায় বড় হয়েছেন (অপশান্যাল)?
৩) মুক্তিযুদ্ধ দেখেছিলেন, করেছেন; পরিবারের কেহ করেছেন (অপশান্যাল)?
৪) রাজনীতি, অর্ঠনীতি ও সমাজ নিয়ে আপনার কোন ভাবনা আছে?
৫) বিদেশে ছিলেন, কোন বিদেশী ভাষা জানেন?
৬) কোন বিষয়ে লিখতে ভালোবাসেন!
৭) পোস্ট পড়লে, কমেন্ট করেন?
৮) আপনি কি জাতিকে সাহায্য করতে চান, কিভাবে (অপশান্যাল)?
৯) আপনার বয়স ৩০ এর নীচে, বা উপরে(অপশান্যাল)?
১০) জাতির শিক্ষা ও সংস্কৃতির সম্পর্কে আপনার কোন ভাবনা আছে?
সময়ের সাথে, ব্লগারদের পক্ষ থেকে আরো প্রশ্ন যোগ হবে। যাঁরা সাক্ষাৎকার দিতে চান, মন্তব্যে আপনার নাম লিপিবদ্ধ করুন। সপ্তাহে ২ জনের সাক্ষাতকার প্রকাশ সম্ভব হবে, সম্ভবত!
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪১