৬ দফা পেশ করে শেখ সাহেব নিজকে আন্চলিক নেতায় পরিণত করেছিলেন; এটা সঠিক ভাবনা ছিলো না, তিনি দফা মফা না দিয়ে যদি মানুষের মৌলিক অধিকারের জন্য মানুষকে সংগঠিত করতেন তা'হলে ভালো হতো, পুরো পাকিস্তানের মানুষের মুখপাত্র হতে পারতেন; পুরো পশ্চিম পাকিস্টান আমাদের শোষন করতো না: পাকিস্তানের সামন্য মানুষ পুরো পাকিস্তানকে শোষন করতে শুরু করেছিল। বেলুচ, পাঠান ও সিন্ধদের অবস্হা কোনভাবেই ভালো ছিল না।
যাক, শেখ সাহেব ৬ দফা পাকিস্তানে কার্যকরী করে বাংগালীদের জন্য আলাদাভাবে ভালো কিছু করতে পারেননি; ৬ দফার ভারে পাকিস্তান ভেংগে গেছে। ৬ দফার যে গুণগুলো বাংগালীদের ভাগ্য পরিবর্তন করার কথা ছিলো, পাকিস্তান ভেংগে যাবার পর কি ৬ দফার সেই গুণগুলো কি হারিয়ে গিয়েছিলো?
পাকিস্তান ভাংগার সাথে, ৬ দফার ভালো গুণগুলো হারিয়ে যাবার কথা নয়; কারণ, ৬ দফা ছিলো কতগুলো মৌলিক অর্থনৈতিক ভাবনা, এবং শুধু বাংগালীদের উন্নয়নের জন্য।
দেশ যখন স্বাধীন হলো, ৬ দফার সেই মৌলিক ভাবনাগুলো কার্যকরী করতে শেখ সাহেবকে বাধা দেয়ার জন্য আইয়ুব, ইয়াহিয়া কেহই ছিলো না; তিনি নিজের সেই অর্থনৈতিক ভাবনাগুলোকে বিনা বাধায় সুন্দরভাবে কার্যকরী করতে পারতেন। ১৯৭২ সালের ১০ই জানুয়ারী থেকে উনার মৃতয়ু অবধি, উনার মুখ থেকে আমি আর ৬ দফার কোন কথাই শুনিনি: উনি কি নিজের ৬ দফাকে ভুলে গিয়েছিলেন?