খালেদা জিয়ার কোন চাকুরী নেই এখন: উনি বিরোধীদলের নেত্রী নন, এমপি নন, শুধু মাত্র বিএনপি'র চেয়ারম্যান; বিএনপি'র চেয়ারম্যান পদের জন্য কেহ বেতন পায় না; সুতরাং, লজিক্যালী উনার 'চাকুরী' থেকে আয় নেই!
১০ ক্লাশ পাশ, অংক ও ইংরেজীতে কাঁচা ৬৫ বছরের এই মহিলা কি ধরণের চাকুরী আশা করতে পারেন বর্তমান বাংলাদেশে, যে দেশের অর্থনীতি তিনি গড়েছেন ৩১ বছর?
আমার মতে উনি গার্মেন্টস কর্মীর চাকুরী পেতে পারতেন সহজে, কিন্তু বয়স সমস্যা, অন্য বড় সমস্যা 'ড্রিংকিং'; মেশিনের কাজ ও মদ একত্রে চলে না।
সুন্দরী হিসেবে উনার জনপ্রিয়তা ছিল পুরো বাংলাদেশে; তা'হলে মডেলিং উনার জন্য কেমন হতে পারে?
৩ বার প্রধানমন্রী ২ বার বিরোধী দলের নেত্রীর পেনশন কত? উনি কি সেই টাকায় চলতে পারবেন? উনার ২ ছেলে কি উনার দায়িত্ব নেবে? উনার বর্তমান কোন স্বামী আছে কি, যার দায়িত্ব হবে উনার ভরণ পোষন? উনার ২ টাকায় কেনা, ২ বাড়ীর মাঝে ১ টা বাড়ী এখনও আছে; উনি ঐ বাড়ীতে উঠলে উনার থাকার ব্যবস্হা হয়ে গেলে, উনি কি খাওয়াটুকু ৪ কোটী পরিবারের সাথে ১ বেলা করে খেতে পারবেন না? উনার সর্বশেষ ট্যাক্স রিটার্ন অনুসারে যে ৫ কোটী টাকা দেখানো হয়েছে, সেই টাকা কি কোনভাবে সাহায্য করবে? উনি তো কোন শাড়ী ১ বারের বেশী পরেননি, ঐগুলো নিলামে দিলে কত বছর চলতে পারবেন? বিদেশী মদ ছেড়ে কেরুতে গেলে কত টাকা বাঁচবে, তাতে কি খাবার পয়সা হয়ে যাবে?
যারা বলছে যে, খালেদা জিয়া বাড়ী ভাড়া দিতে পারছে না, তাদের মতো ৩০ লাখ মানুষকে খালেদা রাষ্তা থেকে এনে রাজা বানিয়েছে; তারা ১ টাকা করে মাসে দিলে খালেদার আয় হবে মাসিক ৩০ লাখ টাকা, ওবমার দেড়গুণ বেতনের সমান হবে।
খালেদাকে ১ টাকায় ১ টা বাড়ী দেক হাসিনা; তাতে বাড়ীর সমস্যা চলে যাবে; যারা বলছে খালেদার বাড়ী ভাড়া দেয়ার ক্ষমতা নেই, তাদেরকে র্যবের হাতে তুলে দিলে সঠিক হবে। খালেদার চোরা টাকার একাউন্ট উনার মরণ অবধি জব্দ করে রাখার দরকার; উনি বাংলাদেশের ১ম ২০ জন ডাকাত ধনীর মাঝে একজন, উনার আসল একাউন্ট হলো সুইস ব্যাংকে, উনি সৌদী আরবেও অনেক চোরা টাকা রেখেছেন ব্যানকে!
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১