আমার সামগ্রিক ব্যান চেয়ে যে ৭ জন ব্লগার পোস্ট দিয়েছিলেন, ব্লগার 'মোঃ আনারুল ইসলাম' আমার কাছে সবচেয়ে পরিচিত ব্লগার; উনি ২ টি পোস্ট দিয়েছিলেন: ১ম পোস্টে ২০০ কমেন্ট পড়েছিল, সবাই আমার মৃত্যুদন্ড চেয়েছিলেন; অন্য পোস্টে ৭০/৮০ জন আমার বিপক্ষে কমেন্ট করেন।
ব্লগার 'মোঃ আনারুল ইসলাম' উনার নিজের পোস্টে আমাকে সকালে বিকেলে ব্যান করতেন, আবার ব্যান তুলে নিতেন; আমি একবারও উনাকে বা কোন ব্লগারকে কোনদিন কমেন্ট ব্যান করিনি; কারো ব্যান চাওয়া আমার পক্ষে অসম্ভব।
এখন দেখছি, কুরানের সুরা পোস্টকারী এই মহান ব্লগারকে কমেন্ট ব্যান করেছে সামু; কেন করেছে কে জানে! আমার ধরণা, উনি গালি দেয়ার আগেও 'বিসমিল্লাহ' পড়ে দিতেন: তা'হলে সমস্যা কোথায়!
সামু বাংগালীদের নাগরিক অধিকারকে খর্ব করে 'ব্লগিং' এর নামে ক্লিকিং ব্যবসা করছে; এবং 'মোঃ আনারুল ইসলাম' একজন ভালো ক্লিকার; সামুর উচিত উনাকে ব্যানমুক্ত করার। বাংলাদেশে এরকম ঘোলাজল আজীবন থাকবে না, সামুর জানা উচিত; মানুষ ব্লগিং শুরু করলে সামুর জন্য ভালো হবে না।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৭