জেনারেল ব্লগার হিসেবে ব্লগিং করার জন্য আমাকে মাত্র ১ মাসের সুযোগ দিয়েছিল সামু, তার পর 'ওয়াচে' নিয়ে গেছে, পোস্ট প্রকাশ হয় না সাধারণ পাতায়; আমার কমেন্ট করার ক্ষমতা কেড়ে নিয়েছে। আজ সামু আমাকে বালছেঁড়া জন্মদিনের বুলশিট বেলুন পাঠায়েছে!
সামু 'ক্লিক' করার মতো ব্লগারদের নিয়ে খুশী: আজগুবি কথা লিখো; নিজের মন মতো সুরা ফাতেহা'র নতুন নতুন অর্থ নিয়ে আসো, ১ লাইনের রাজনৈতিক পোস্ট দাও।
৭ জন আমার বিরদ্ধে পোস্ট দিয়ে অনেক বেকুব ব্লগারকে উসকিয়ে দিয়েছিল; তাদের কথার উত্তর দিতে যাওয়ায় সামু আমার কমেন্ট ক্ষমতা কেড়ে নিয়েছে; সঠিক রাজনৈতিক পোস্ট দেয়ায় সামু খুশী হতে পারেনি; সামু চেয়েছিল আমিও যেন 'ক্লিক' ব্লগার হিসেবে নাম লিখিয়ে সামুর ব্যবসায়িক শ্রমিক মধুপোকায় পরিণত হই।
সোস্যাল মিডিয়ার ব্যবসা করতে গিয়ে সামু বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণ করছে; আমি সামুর বেলুনে লাথি মারি; মগজহীনদের বুঝা দরকার যে, ব্লগিং মানে কমেন্টিং, ব্লগিং মানে পোস্ট লেখা, বুলশিট বেলুনের ছবি দেখা নয়!