সামু ব্লগ চালাতে জানে না, তবুও ব্লগ ব্যবসা করছে; খালেদা নিজে চলতে জানে না, তবুও দেশ চালিয়েছে; সামন্য ১০ লাইন কবিতা যে জানে না, সে কুরানের ব্যাখ্যা দিয়ে ব্লগ ভরায়ে ফেলছে; ব্লগে যারা ভালছাল লিখে, তারা আমার ব্যান চেয়েছে; আমি ক্রমেই বাংগালী জাতির কিছু লোকের উপর বিরক্ত হচ্ছি, সাথে সাথে ব্লগিং এ উৎসাহ হারাচ্ছি।
ব্লগের নিয়ম ভাংলে অনিদিস্টকাল আমার কমেন্ট ক্ষমতা কেড়ে নিতে পারে না সামু; সামু ব্লগ ব্যবসা করছে, তেল-নুন, জুসের ব্যবসা করছে না; সামুকে বুঝতে হবে, আমাকে ব্যান করতে গিয়ে বাংলাদেশের নাগরিকের সাংবিধানিক অধিকার হরণ করছে কিনা! আমার মনে হয়, সামু তাই করছে!
গত কয়েকদিন থেকে ব্লগে পড়তে গিয়ে বারবার নিরুৎসাহিত হচ্ছি, যাদের লেখায় কিছু নেই তারাই পোস্টের পর পোস্ট দিয়ে যাচ্ছে; মনে হয়, যারা কিছু ভালো লেখা প্রকাশ করতো তারা নিরুৎসাহিত হয়ে ব্লগে কম আসছে, কম প্রকাশ করছে।
যারা লিখতে জানে, তারা সঠিক কমেন্ট আশা করে; কমেন্ট সঠিক হচ্ছে না; যারা লিখতে জানে না তারা কি আর পড়বে, কিই বা কমেন্ট করবে? সামুতে আগাছা বাড়ছে, সামুও টাতে খুশী; কেহ ক্লিক করলেই ব্যবসা চলছে!