জাতি ৫০০ ডাকাত বানাচ্ছে!
'উপজেলা চেয়ারম্যান' নাম দিয়ে ৫০০ উপজেলায় জাতি ৫০০ ডাকাত বানাচ্ছে, যাতে জাতির ক্ষতি করতে পারে; নির্বাচিত ৫০০ চেয়ারম্যানের মাঝে, কমপক্ষে ২০০ জন আগামী ৫ বছরে জেলে যাবে; যারা নির্বচিত হচ্ছে, তাদের শতভাগই ইতিমর্যেই কোন না অপরাধের সাথে যুক্ত: এদের অনেকের নাম আইন শৃংখলা বাহিনীর খাতায় আছে।
'লোক্যাল গভর্মেন্ট' গড়ে তোলার জন্য এ পদ্ধতিটা বেচে নেয়া হয়েছিল; বাংলাদেশে উপজেলা পর্যায়ে 'লোক্যাল গভর্মেন্টের ' এডমিনিস্টেটর হচ্ছে 'টিএনও', এরা সরকারী চাকুরে, এদের পড়ালেখা ও ট্রেনিং আছে; কিন্তু এরাও চোর; কম মেধার লোক চোর হয়; এরা ধুর্ত, ধুর্ত মানে বুদ্ধিমান নয়। এই পদে বুদ্ধিমান লোককে নিয়োগ দিলে লোক্যাল গভর্মেন্ট সঠিকভাবে চালানো সম্ভব হতো।
লোক্যাল এডমিনিস্ট্রেটরকে উপজেলার বাজেট তৈরি করা পাশ করানো, ও তা গড়ে ৬ লাখ মানুষের উন্নয়নে ব্যয় করার মত দক্ষ হতে হবে; এত দক্ষ কোন টিএনও আমার চোখে এখনো পড়েনি। সরকার চাচ্ছে যে, উপজেলার উন্নয়নের কাজটা 'উপজেলা চেয়ারম্যানের' অধীনে যাক; কিন্তু পার্টির ডাকাত ক্যাডাররা কি পড়ালেখা, বাজেট ইত্যাদি বুঝে? ডিগ্রিধারী টিএনওগুলো বাজেট বা উন্নয়ন বুঝার মত দক্ষ নয়।
জাতি ইলেকশান ভালোবাসে, ভোট বিক্রয় করে মাথাপিছু ২০০/৩০০ টাকা পেয়ে উপজেলাকে ডাকাতের হাতে তুলে দিচ্ছে। উপজেলার এই ডাকাত তৈরি পদ্ধতি বাতিল করে, অর্থনীতি ও প্রশাসনে ট্রেনিং প্রাপ্ত টিএনও নিযুক্তি দিয়ে উপজেলাকে শক্তিশালী করা সম্ভব; তা না করে, জাতি ' ৫০০ জন ডাকাত নিযুক্ত করছে'।