কূপ
দেবশ্রী চক্রবর্ত্ত
সুখ অবশেষে ধরা গেছে তোমাকে,
একটা কূপের ধারালো প্রান্ত ধরে এভাবে হেঁটে,
আমার বুকের দক্ষিণ পার্শ্ব ধরে তিমির জমা হয়েছে যেখানে ।
তোমার চোখের দীপ্তি ভেঙেছে আমার
রুদ্ধ অভিমানের ভঙ্গুর বরফের চাঁই ।
তবু, ক্যাঁচ ক্যাঁচ শব্দ তোলে
কূপ দণ্ডের কলে ।
ওপরে উঠে আসা ঘোলা জলে
অতীতের স্মৃতি কাঁপে,
ঘোলা জলে ঘুলিয়ে ফেলি তোমাকে,
দুঃস্বপ্নের ছায়া হাসে কূপ বৃত্তের তিমিরে ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৩