ছড়া গান
কথা ও সুর : এটিএম মোস্তফা
তাল : দ্রুত দাদরা
নিসা, গারে, গা, গান গারে গা
ধাপা, ধানি র্সা, ময়না পাখির ছা
গান গারে গা, গান গারে গা।।
সোনার খাচা গড়ে, রাখব আমি তোরে
মনের মত করে, গয়না দেব ভরে
সোনামনি ময়না আমার একটুখানি গা।।
একটুখানি আশা, দেব ভালবাসা
করব আদর তোরে, থাকবি জনম ভরে
গারে-গা ময়না আমার একটুখানি গা।।
-০-
স্বরলিপি সংগ্রহ করুন : সোপান,মিরাবাজার, সিলেট,
দেবাশীষ
ছড়াগানটি বাচ্চাদের উপযোগী, সেজন্য প্রকাশ করা হল। ভুল হলে কমেন্ট করুন।