কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাস History of Kumira ML High School.
বর্তমানে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন অন্যতম ঐতিহ্যবাহী একটি জনপদের নাম কুমিরা ইউনিয়ন। এই কুমিরা গ্রামের কুমিরা বাজার (কুমিরা বাসস্ট্যাণ্ড পূর্বনাম)এর পার্শে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কোল ঘেষে প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশে কুমিরা ইউনিয়নের প্রাণকেন্দ্রে কুমিরা বহুমুখী মাধ্যামিক বিদ্যালয়টি অবস্থিত। শতাব্দিকাল পূর্বে এ গ্রামেরই কৃতিসন্তান প্রকৌশলী ক্ষিতিনাথ ঘোষ ১৯০২ খ্রিষ্টাব্দে কুমিরা গ্রামেই ৪একর ০৮ শতক ভুমিতে প্রতিষ্ঠা করেছিলেন মিডল ইংলিশ স্কুল। প্রতিষ্ঠানটি পরবর্তীতে কোলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৯১৪খ্রিষ্টাব্দে কুমিরা হাই ইংলিশ স্কুল হিসেবে স্থায়ী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্য যারা অবদান রাখেন তন্মধ্যে সাতক্ষীরা মহাকুমার প্রথম আই, সি, এস অফিসার বাবু ভুবন মোহন চট্টোপাধ্যায়, প্রখাত রাজনীতিবিদ বাবু শচীন মিত্র প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
শতাব্দী কাল ধরে বিদ্যালয়টি মাধ্যমিক স্তরের শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। প্রতিষ্ঠানটি বিজ্ঞান মনস্ক জাতি গঠনে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের স্বতঃস্ফূর্ত প্রয়োগ ও ডিজিটাল বাংলাদেশের রূপকল্প – ২০২১ এর লক্ষ্য বাস্তবায়ণে নিরলসভাবে কাজ করে চলেছে।
কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ১৯ মার্চ ২০১৫ শততম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বিশাল আকারের অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
This year The Kumira M.L. High School, Tala, Satkhira is celebrating its 100th Anniversary. The Managing Committee, together with staff, students and parents, has worked hard to observe this as a grand year of learning and celebration. We invite you all to join us for the Grand Finale. If you are a student, parent or staff member (past or present), or know of someone who is, please contact the school office.
- Debashish Chatterjee
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩