
এখানে আসলে প্রথমে আপনি দেখতে পাবেন মালিয়াতননগর চা বাগান। নয়নাভিরাম এসব দৃশ্য দেখতে এবং ক্যামেরা বন্দি করতে একদম ভুলবেন না যেন।
আর একটা কথা ফেরার পথে ৭ রং এর চা এর স্বাদ গ্রহণ করতে একদম ভুলবেন না যেন। হ্যা আর শুধু মাত্র শ্রীমঙ্গল নয়। এখন এই মাধবকুণ্ডতেই পাওয়া যাচ্ছে সেভেন কালার বা সাত রং এর চা। দামটা হয়ত একটু বেশী, তাতে কি সমস্যা নতুন জিনিষের স্বাদ নিতে একটু দামতো দিতেই হবে।
এখানে সাত কালার চা আপনি ৭০টাকা ৫ কালার চা ৫০টাকায় পাবেন।
একটা গ্লাসে পরতে পরতে দেখতে পাবেন সাতটা কালার কি অদ্ভুদভাবে বানানো হয়েছে। প্রথম চুমুকে হয়ত তেমন একটা ভালো নাও লাগতে পারে। এর পর আবার চুমুক দিন দেখবেন আর একটু ভালো লাগছে। এরপর আর এক চুমুক দিন দেখবেন আরও একটু ভালো লাগছে। এভাবে চায়ের গ্লাসের যত নীচের দিকে যাবেন ততই মজা পাবেন। কি বিশ্বাস হচ্ছে না। নি্জেই পরখ করে দেখুন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৩