আজ আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের মাধ্যমে কোন সংখ্যাথেকে কিভাবে সেটাকে বানান করে লেখা যায় সে বিষয়ে আলোচনা করব।
আপনারা অনেকেই জানেন যে এক্সেল প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরণের হিসাব নিকাষ খুব সুন্দরভাবে আমরা করতে পারি। যেমন ধরুন আমরা কোন প্রতিষ্ঠানের ভাউচার বা ক্যাশমেমোতে হিসাব করার পর মোট টাকাকে নিচে আবার কথায় লিখতে হয়। এই যে মোট টাকার পরিমানকে আমার এক্সেল প্রোগ্রামের স্পেলনাম্বার কমাণ্ডএর মাধ্যমে অনায়াসে বানান করে লিখতে পারি। একাজটি করার জন্য আমরা এক্সেল-২০০০ প্রোগ্রামে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে পারি।
মনে করি এ১ সেল থেকে এ৯ সেল পর্যন্ত পর পর কিছু সংখ্যা অংকে লিখে নিয়ে আমরা বি১ সেলে কার্সার বা সেলপয়েণ্টার নির্ধারণ করি। এবার নিন্মোক্ত ফরমুলাটি টাইপ করি
=SpellNumberNotMonitary(A1)
এভাবে ফরমুলাটি টাইপ করার পর এণ্টার চাপলে বি১ সেলে এ-১ সেলে যে সংখ্যা লেখা ছিল সেটা বানান করা অবস্থায় দেখা যাবে। এভাবে অবশিষ্ট সংখ্যাগুলো দেখার জন্য বি-১ সেলে কার্সার রেখে Ctrl+C বা কপি কমাণ্ড দিতে হবে। এবার শিফট কী চেপেধরে কী-বোড থেকে ডাউন এ্যারোকী চেপে বি৯ সেল পর্যন্ত ব্লক করতে হবে। ব্লক করা শেষে এণ্টার চাপতে হবে। তাহলে উক্ত সেল গুলোতে এ সেলের প্রত্যেকটা সংখ্যা বানান করা অবস্থায় দেখা যাবে।
So এভাবেই আমরা খুব সহজে এক্সেল প্রোগ্রামের মাধ্যমে(Numeric to Text) কোন অংকে লেখা সংখ্যাকে অনায়াসেই বানান করে লিখতে পারি।
অবশ্য এই পদ্ধতি ছাড়াও আরো কিছু পদ্ধতি দিয়ে আমরা অংক থেকে কথায় স্থানান্তর করতে পারি।
ধন্যবাদ সবাইকে। কারোকোন সহজ পদ্ধতি জানা থাকলে জানাতে পারেন।
-দেবাশীষ চ্যাটার্জী, আইটি ইনচার্য, ইউসেপ-বাংলাদেশ, সিলেট।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:১২