জল খেয়ে পেট রুগ্ন. ¦
ঈশ্বরের পায়েসের থালায়
ভাগ্য ফিরানোর ব্রতী , বোষ্টোমী
নাসীর চাচা , জগা জেঠুর...
ভিক্ষাপাত্রে ঈশ্বর. ¦
পরিপূর্ণ প্রার্থনা , জীবন্ত প্রার্থনা !
শূন্য অন্ধকারে হেসে ফেলে ঈশ্বর
বাতাস এবং রৌদ্রের ত্বকে চামড়া পোড়ে
মুক্তকণ্ঠে গান জগ জেঠুর , নগ্ন পেটে
প্রতিবেশি থেকে প্রতিবেশি , আত্মার বাসভবন
লাঙল , হাপড় , হাতুরী হতাশার নীচে পারদ
শোষণ , শোষক-
মোবাইল ব্যালেন্স কথার শেষে
স্টার এক দুই তিন হ্যাস ¦
জনতার মুখোমুখি ঈশ্বরকে কখনও দাঁড়াতে হয়নি
অন্তর্বাসের নিচেই উত্তাপে গোপন রইলেন
কাকে বাঁচান , কেই্বা বাঁচে প্রকাশ লুপ্ত ়
রুগ্ন , রুষ্টো স্পন্দিত জনপথ
বিচ্ছিন্নবাসে ঈশ্বর বুঝি মায়াখেলে ...
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১