আজ আমার মন ভাল নেই।
আজ আমি রাতপ্রহরে দুঃখপ্যাঁচাদের ঘুম পাড়াবো,
আর শেষবিকেলের ফেরিওয়ালার মত হাঁক দিয়ে বলবো--
"কষ্টরা বাড়ি আছো?
একমুঠো রোদ্দুরের বদলে তোমাদের কিনতে এসেছি!"
সন্ধ্যাপথের বুনো আলোয় কষ্টগুলো বেতালের ভূতের মত
চেপে বসে ঘাড়ে।
মাঝে মাঝে টুকটাক আলাপ চলে।
ভাল-মন্দ, সওয়াল-জবাব।
-"আজকাল তোমরা বেশ সস্তায় বিক্রি হয়ে যাচ্ছো, তাই না?"
-"তা যাচ্ছি, বিনা পয়সাতেই বলতে পারো,
কিনতে চায় না বলে জোর করে বাড়ি বাড়ি গছাতে হয়।"
-"এই দুর্মূল্যের বাজারে কষ্টের দাম কমে গেল কেন,
বাম্পার ফলন বুঝি?
-"কষ্ট করে কে আর কষ্ট কেনে বলো?
ঈশ্বরের পলিসিতে বরাবরই গণ্ডগোল ছিল,
কয়েকটা সুখের মোহর বানিয়ে কষ্টগুলোকে তামার পয়সার মত
ছুঁড়ে দিয়েছেন সবখানে।"
-"তা-ও বটে।তবে কি জানো, মোহর না পেলে তামার পয়সাই সই,
পরের জন্মে নাহয় সুখের কারবারী হবো।"
-"পলাতক। হতাশাবাদীরাই কেবল পরজন্মের কথা বলে।"
-"হতে পারে, অক্ষমের শেষ অস্ত্র।"
-"তুমি জন্মান্তর মানো?"
-"মানি না, কর্মান্তর মানি তবে। ঝুড়ি ঝুড়ি দুঃখ ফেরি করে
হয়তো কোন এক দুঃস্বপ্নের পাপ কেটে যাবে,
এক লক্ষ তামার বদলে একটা মোহর পাবার আশা তো আছে!
আমি সেই মোহর দিয়ে ঢেউয়ের চূড়ায় একটা কুঁড়েঘর বানাবো।"
[কিছুদিন হলো লোকজনকে জ্বালাতে ইচ্ছা করছে। এই বাবদে মনে পড়লো, আমাদের এক কবিবন্ধু তার স্বরচিত কবিতা ঘাড়ে ধরে পড়িয়ে আমাদের সর্বোচ্চ বিরক্ত করতো, উঠতি কবিদের যা হয় আরকি। মনে হলো, এইটাই সেরা উপায়, শুরু করা যাক তবে।]
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১১ রাত ৩:২১