১০.১৫ সন্ধ্যা।
৮ অক্টোবর ২০১৪।
কোরবানী ঈদের পরবর্তী দ্বিতীয় দিন।
Food Street এ গেলাম Rajib সহ। আপাত উদ্দেশ্য লেবুর শরবত পান করব।
ভাই ২টা Water Lemon দ্যান।
স্যরি স্যার, Water Lemon হবে না।
বলে কি Water Lemon হবে না!
Water Lemon হবে না তো কি হবে?
স্যার Blue Ocean নেন, Blue Ocean হবে।
উহু, Blue Ocean খাব না, Water Lemon খাব।
রাজিব সাইড থেকে জিজ্ঞেস করল, Blue Ocean কোনটা?
আরে ওই যে আপুটা খাচ্ছে ওইটা।
স্যার, Blue Ocean নেন, ভাল হবে।
আরে না Blue Ocean মিষ্টি বেশি।
খান স্যার। চিনি কম দিব।
আরে না, জিহবা নীল হয়ে থাকে, ওইটা খাব না।
কি হবে আর? Long Island হবে?
Long Island না স্যার, Long Iceland.
আচ্ছা আচ্ছা, Long Island হবে?
জি স্যার ওইটা হবে। ভাল হবে। ওইটা নেন।
আরে তোমার Blue Ocean আর Long Island এ যা যা লাগে Water Lemon এ তার চাইতে তো বেশি কিছু লাগে না, বরঞ্চ কম লাগে। যাও ৭৫ টাকা করেই নিও।
ওই স্যারে কি কয়? Water Lemon হইব রে?
না না, Water Lemon হইব না :S
আরে ভাই তোমরা এটা বললে এখন হপে? একটু আগে Fakhrul Abedin Milon ভাই স্ট্যাটাস দিছে সে Water Lemon খায়া গেছে দলবল নিয়ে।
না স্যার Ice নাই, Ice লাগে Water Lemon এ প্রচুর।
আরে ভাই একটু দেখ না। সেই অনেকদূর থেকে ২ মিনিট পায়ে হেঁটে আসছি তোমার Water Lemon খাইতে।
এবার এক ভদ্রলোক গোছের মানুষের আবির্ভাব। মিলন ভাইয়ের নাম ভাঙানোতে বোধহয় কাজ হইছে। তাছাড়া ২ মিনিট হেঁটে আসছি এই কথাতেও বোধহয় তার মন গললো।
তিনি Ice box check করে বললেন, ২ গ্লাস তো?
জ্বি ভাই ২ গ্লাস।
ওই ২ গ্লাস Water Lemon দে স্যারদের। তবে এই দুই গ্লাসের পর দোকান বন্ধ। যে Ice লাগবে, আর কিছু বানানো যাবে না।
১১.১৫ সন্ধ্যা।
৮ অক্টোবর ২০১৪।
কোরবানী ঈদের পরবর্তী দ্বিতীয় দিন।
Gloria Jean's Coffees
রাজিব প্রচুর বরফযুক্ত ঠান্ডা কফি পান করছে।
আপাত উদ্দেশ্য কফি পান করাই ছিল।
প্রচুর বরফ ছিল।
অত বরফে কত কত Water Lemon বানাতে পারত Food street এর বন্ধুরা।
১২.১৫ গভীর রাত।
৯ অক্টোবর ২০১৪।
কোরবানী ঈদের পরবর্তী তৃতীয় দিন।
Niketon, Gulshan
কোথাও কেউ নেই।
না কফি।
না Water Lemon।
না বরফ।
না বাকের ভাই।
শুভ রাত্রি।
শামীম আহমেদ
০৯/১০/২০১৪
#ShamimAhmedJitu2014